অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে লিখেছেন-‘শুনিয়ে বাহার বেগম কি আনসুনি দাস্তাঁ’।
গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। তাঁর সুরেলা কণ্ঠ মুগ্ধতাকে ভিন্ন মাত্রায় নিয়ে যায়। গানের গীতিকার ও সুরকার অমিতাভ ভট্টাচার্য ও প্রীতম ৭০ দশকের নস্টালজিয়া ফিরিয়ে এনেছেন। গানটির কোরিওগ্রাফ করেছেন সরোজ খান ও রেমো ডি সুজা। কোরিওগ্রাফে বেগমের সংযম, যন্ত্রণা, অপ্রাপ্তির বেদনা সুচারুভাবে প্রতিফলিত হয়েছে।
এর আগে ‘কলঙ্ক’ সিনেমার দুটি গান ‘ঘর মোরে পরদেশিয়া’ ও কলঙ্ক টাইটেল ট্রাক বেশ সফল হয়েছে।
এই সিনেমায় মাধুরী ছাড়াও দেখা যাবে বরুণ ধবন, আলিয়া ভট্ট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কপূর ও সঞ্জয় দত্তর মতো তারকাদের। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।