বাঁকুড়া: সময় যত গড়াচ্ছে, ততই উদয়ন দাস সম্পর্কে একের পর এক তথ্য হতবাক করে দিচ্ছে তদন্তকারীদের। সূত্রের খবর, আকাঙ্খার সঙ্গে দিল্লিতে যতবার তার দেখা হয়েছে, ততবারই সে আমেরিকা থেকে ফেরার কথা বলেছে।
আকাঙ্খার বিশ্বাস অর্জনে উদয়নের পরিকল্পনা ছিল অবাক করার মতো। পুলিশ সূত্রে খবর, ফ্লাইট স্ক্যানার অ্যাপ আপলোড করে আমেরিকা থেকে দিল্লির উড়ানের আসল সময়, বিমান নামার সময় দেখে নিয়ে, এই সময় মোবাইল ফ্লাইট মোডে রাখত উদয়ন। এরপর ভোপাল থেকে ট্রেনে চড়ে দিল্লি আসত সে। অনাবাসী চাকরিজীবী পরিচয় দিয়ে উঠত দিল্লির অজন্তা হোটেলে। সেখানে সাজগোজ সেরে, গিয়ে দাঁড়িয়ে থাকত বিমানবন্দরের সামনে। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য সে আমেরিকা থেকে উড়ে এসেছে, আকাঙ্খাকে এটা বোঝাতেই উদয়ন এই ছক কষে বলে তদন্তকারীরা নিশ্চিত।
এদিকে বাবা-মা-প্রেমিকা, একে একে তিনটি খুন। কিন্তু উদয়ন কি আরও কাউকে খুন করেছে? সে সিরিয়াল কিলার কি না, খতিয়ে দেখতে উদয়নের ভোপালের বাড়িতে তল্লাশি ছত্তীসগঢ় পুলিশের।
তদন্তকারীরা নিশ্চিত, আকাঙ্খার পরে তার বাবা-মা-ভাইকেও খুন করার পরিকল্পনা করেছিল উদয়ন। মনোবিদরা বলছেন, সাধারণত, সিরিয়াল কিলাররা প্রথম ঘটনার কিছুদিন পর দ্বিতীয় খুন করে। ২০১০ সালে খুন হন উদয়নের বাবা-মা, ২০১৬-তে প্রেমিকা। তাহলে কি এই ৬ বছরের ব্যবধানে আর কোনও খুন করেছে উদয়ন? পুলিশ সূত্রে খবর, যাদেরকে সে খুন করেছে, তাদের নামের অক্ষর দিয়ে তৈরি করেছিল ইমেল ও ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তদন্তে জানা গিয়েছে, উদয়নের তিনজন বন্ধুর নামে এধরনের পাসওয়ার্ড থাকলেও, তাদের হদিশ মেলেনি। এদের পরিণতিও উদয়নের বাবা-মা-প্রেমিকার মতো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আকাঙ্খার বিশ্বাস অর্জনে উদয়নের ছলে হতবাক তদন্তকারীরা, আরও খুন করেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2017 09:39 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -