ভিডিওতে দেখুন: কানপুরে আখড়ায় সলমনকেই পুজো পালোয়ানদের
Web Desk, ABP Ananda | 03 Aug 2016 06:40 AM (IST)
কানপুর (উত্তরপ্রদেশ) : সলমনকে পুজো করে কুস্তি শুরু করলেন উত্তরপ্রদেশের কানপুরের চন্দু আখড়ার পালোয়ানরা। এভাবে সলমনকে পুজো করার কারণ, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সুলতান’ দেখে কুস্তিতে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন তাঁরা। সেইকারণে দেওয়ালে স্বয়ং সলমনের পোস্টার টাঙিয়ে, ধূপ-ধুনো জ্বেলে, আরতি করে পুজো করেন আখড়ার ৭-৮ জন পালোয়ান। খোদ ‘সুলতান’কে আরতির পর কুস্তি শুরু করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও। দেখুন সেই ভিডিও: