মুম্বই: সব জটিলতার অবসান। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ নিয়ে আর কোনও সংশয় রইল না। চলতি টেস্ট সিরিজ শেষ হলেই ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল।
এই সিরিজে ভারতের হয়ে খেলবেন সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, সহ অধিনায়ক বিরাট কোহলি সহ সব তারকাই। অন্যদিকে, টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলে থাকবেন ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোর মতো বিস্ফোরক ব্যাটসম্যানরা। ফলে উত্তেজক ম্যাচ দেখার আশা করতেই পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকরা।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ২৭ ও ২৮ অগাস্ট এই দুটি ম্যাচ হবে। ভারতের দর্শকদের কথা মাথায় রেখে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খেলা শুরু হবে। বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর বলেছেন, ক্রিকেটের নতুন বাজার ধরা এবং দর্শক সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিরিজের আয়োজন করা হয়েছে। আমেরিকার দর্শকরা দুটি সেরা দলের খেলা দেখার সুযোগ পাবেন। এবার থেকে প্রতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট সিরিজ আয়োজন করা হবে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি হুইক্লিফ ক্যামেরন বলেছেন, তাঁরা বেশ কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলা জনপ্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উত্তর ও দক্ষিণ আমেরিকায় ক্রিকেটের বাজার খুব গুরুত্বপূর্ণ। তাঁরা এই বাজার ধরতে চাইছেন।
প্রথমবার আমেরিকায় টি-২০ খেলবেন ধোনি-কোহলিরা
Web Desk, ABP Ananda
Updated at:
03 Aug 2016 05:13 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -