মুম্বইয়ে চলছে মুষলধারে বৃষ্টি, বাড়ির বারান্দা থেকে সেই ছবিই ক্যামেরাবন্দি করলেন প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2017 10:47 AM (IST)
মুম্বই: ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, গত কয়েকদিনে কার্যত বিপর্যস্ত, বিধ্বস্ত মুম্বই। আর এই বৃষ্টির জেরে মুম্বইয়ের আমজনতা নয়, একইভাবে সমস্যায় পড়েছেন বলিউড সেলেবরাও। ঝড় ও বৃষ্টির দাপট এতটাই মারাত্মক ছিল যে তার প্রভাব বোঝাতে ইন্সটাগ্রামে সেইমুহূর্তের একটি ছবি তুলে পোস্টও করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। সঙ্গে প্রত্যেককে এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরোতেও বারণ করেছেন। দেখুন প্রিয়ঙ্কার পোস্ট করা ঝড়-বৃষ্টির সেই ছবি। ভিডিও থেকেও আন্দাজ করা যাচ্ছে, কী মারাত্মক ঝড়-বৃষ্টি এখন হয়ে চলেছে স্বপ্ননগরী মুম্বইতে।