ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা... দেখুন কী বললেন সলমন!
Web Desk, ABP Ananda | 16 Jul 2016 11:27 AM (IST)
মুম্বই: প্রাক্তন প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সলমন খান। সলমন-ক্যাটরিনার প্রেম ছিল রূপকথার মতো। ‘এক থা টাইগার’-এর সময় থেকেই তাঁদের সম্পর্ক বেশ গভীর হয়। কিন্তু বেশিদিন তা টেকেনি। প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব রয়েই গেছে। প্রকাশ্যে দুজনের সম্পর্কও বেশ সাবলীল। ক্যাটরিনাকে নিয়ে বিভিন্ন সময় প্রকাশ্যে রসিকতা করতে দেখা গিয়েছে তাঁকে। একটি সাংবাদিক সম্মেলনে ক্যাটরিনার জন্মদিনের প্রসঙ্গ উঠলে প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানান সলমন। ভিডিওতে দেখুন কী শুভেচ্ছা জানালেন সলমন...