ভিডিওটি শেয়ার করেছেন দালের মেহেন্দির ভাই, গায়ক মিকা সিংহ। তিনিও ছিলেন ওই বার্থডে পার্টিতে। গভীর রাত পর্যন্ত চলে হইচই। পরদিন ভোরে মিকা পোস্ট করেন ভিডিওটি। ভাল করে দেখুন, সলমনের ‘প্রাক্তন’ সঙ্গীতা বিজলানিকেও দেখতে পাবেন এতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -