দেখুন: ভাই সোহেলের জন্মদিনে সলমনের শুভেচ্ছা
ABP Ananda, Web Desk | 22 Dec 2016 12:33 PM (IST)
মুম্বই: ৪৭-এ পড়লেন সোহেল খান। ভাইয়ের জন্মদিনে বিরাট করে পার্টি দিয়েছিলেন সলমন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সামনে ভাইকে শুভেচ্ছা জানান স্নেহশীল দাদা। তাও একদম সাল্লুভাই স্টাইলে। ভিডিওটি শেয়ার করেছেন দালের মেহেন্দির ভাই, গায়ক মিকা সিংহ। তিনিও ছিলেন ওই বার্থডে পার্টিতে। গভীর রাত পর্যন্ত চলে হইচই। পরদিন ভোরে মিকা পোস্ট করেন ভিডিওটি। ভাল করে দেখুন, সলমনের ‘প্রাক্তন’ সঙ্গীতা বিজলানিকেও দেখতে পাবেন এতে।