মুম্বই: শাহরুখ খান যেখানে থাকেন, সেখানেই কিছু না কিছু ঘটছে। ৫০ বছরের নায়ক এবার এক ডাচ নাগরিকের হিন্দির ক্লাস নিলেন। ইনস্টাগ্রামে শাহরুখ পোস্ট করেছেন দুর্দান্ত মজার এই ভিডিও। হিন্দি টাং টুইস্টারের ঠেলায় ডাচ ভদ্রলোক যথেষ্ট নাজেহাল, তবে বিষয়টি হালকাভাবে নিয়েছেন তিনিও।