মুম্বই: অনুরাগীদের জন্য কত কিছুই না করতে হয় নায়কদের। এবার অনুরাগীদের দাবি মেটাতে দীপিকা পাড়ুকোনকে নকল করে দেখালেন শাহরুখ খান।

আসন্ন ছবি ‘ফ্যান’-এর এক অভিনব প্রচারের আইডিয়ার কথা ভেবেছেন এসআরকে। টুইটারের মাধ্যমে ফ্যানেদের সঙ্গে আলাপচারিতা করছেন তিনি। সেখানেই অনুরাগীদের বিশেষ অনুরোধও পাঠাতে বলেন তাঁদের প্রিয় অভিনেতা। সেগুলোর মধ্যে ফ্যানেদের কিছু কিছু ইচ্ছেপূরণ করেছেন কিং খান।

এরইমধ্যে তাঁর এক অনুরাগী শাহরুখকে তাঁরই কোনও সহ-অভিনেতাকে নকল করে দেখানোর অনুরোধ করেন। জবাবে শাহরুখ লেখেন, এই কাজটা তাঁর কাছে খুবই সহজ। সঙ্গে সঙ্গে সেই অনুরাগীদের চ্যালেঞ্জ গ্রহণ করে নেন তিনি।

নিজেরই একটি ছবি ‘ওম শান্তি ওম’-এ সহ অভিনেত্রী দীপিকার গলায় বিখ্যাত ডায়লগ ‘এক চুটকি সিন্দূর’ নকল করে দেখান তিনি।