মুম্বই: প্রকাশ্যে এল শাহরুখ খানের আগামী ছবি ‘রইস’-এর গান ‘জালিমা’। শাহরুখের সঙ্গে এই গানে দেখা যাচ্ছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। টুইটারে শাহরুখও জানিয়েছেন গানটির কথা। অরিজিৎ সিংহও হর্ষদীপ কৌরের গাওয়া গানটিতে প্রকৃতির মধ্যে দেখা যাচ্ছে শাহরুখ ও মাহিরাকে। দেখুন সেই গানটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘রইস’।