মুম্বই: দল নির্বাচনী বৈঠক নিয়ে বিস্তর নাটকের পর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হল। মহেন্দ্র সিংহ ধোনির বদলে নতুন অধিনায়ক হিসেবে প্রত্যাশামতোই বিরাট কোহলির নাম ঘোষণা হল। তবে ১৫ জনের দলে চমক থাকল। দীর্ঘদিন পরে দলে ফিরলেন যুবরাজ সিংহ। ধোনিও দলে আছেন। টি-২০ দলে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিনিই একমাত্র নতুন মুখ।

১৫ তারিখ প্রথম একদিনের ম্যাচ। তিনটি একদিনের ম্যাচের পর সমসংখ্যক টি-২০ ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। টেস্ট সিরিজে ৪-০ জয়ের পর এবার সীমিত ওভারের সিরিজেও জয়ই একমাত্র লক্ষ্য ভারতের।

ভারতের একদিনের দল- লোকেশ রাহুল, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি, মণীশ পাণ্ডে, কেদার যাদব, যুবরাজ সিংহ, অজিঙ্ক রাহানে, হার্দিক পান্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অমিত মিশ্র, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।

টি-২০ দলে একটু বদল হয়েছে। এই দল থেকে বাদ পড়েছেন ধবন। তাঁর বদলে দলে আছেন মনদীপ সিংহ। কেদার যাদবের বদলে দলে অভিজ্ঞ সুরেশ রায়না। রাহানের বদলি ঋষভ। এছাড়া একদিনের দল থেকে বাদ পড়েছেন অমিত মিশ্র ও উমেশ যাদব। দলে এসেছেন যুজবেন্দ্র চাহাল ও আশিস নেহরা।