দেখুন ভিডিও, ১০১ বছরের ঠাকুমার সঙ্গে সুস্মিতা সেন পালন করলেন কন্যা দিবস
ABP Ananda, Web Desk | 25 Sep 2018 09:02 AM (IST)
মুম্বই: এবারের কন্যা দিবস সুস্মিতা সেন কীভাবে উদযাপন করলেন জানেন? ১০১ বছরের এক বৃদ্ধার সঙ্গে তাঁর গ্রামের বাড়িতে। সঙ্গে ছিল তাঁর বড় মেয়ে রেনে। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তাতে দেখা যাচ্ছে, একটি বাড়ির রান্নাঘরের মেঝেতে গুছিয়ে বসে ওই বৃদ্ধা ও অন্যান্য মহিলাদের সঙ্গে গল্প করছেন তিনি। রেনে বসে রয়েছে পাশে। আর রয়েছে এক ঝুড়ি বোঝাই হাতে গড়া রুটি। দেখুন সেই ভিডিও