নয়াদিল্লি: সিনেমার শ্যুটিংয়ের সঙ্গে ধর্ষণের তুলনা টানায় চরম বিতর্কের মুখে সলমন খান। বাবা সেলিম খান আগেই ক্ষমা চেয়েছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন ভাই আরবাজ খানও। এমনকী ক্ষমা চেয়েছেন গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্তুরও। কিন্তু এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি সলমনের কাছ থেকে।
প্রশ্ন করা হলেও তা সযত্নে এড়িয়ে যান সলমন। মুম্বই বিমানবন্দরে সলমনকে দেখার সঙ্গে সঙ্গেই চারদিক থেকে প্রশ্ন ওঠে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তিনি ক্ষমা চাইবেন কি না। কিন্তু কোনও উত্তর না দিয়ে হাসি মুখেই চলে গেলেন দাবাং খান। দেখুন সেই ভিডিও...