নয়াদিল্লি: জর্জিয়ার আটলান্টায় মিস ইউনিভার্স ২০১৯ প্রতিযোগিতায় সুইমস্যুট প্রতিযোগিতার সময় দুই প্রতিযোগী পড়ে গেলেন, হোঁচটও খেলেন কয়েকজন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মিস ফ্রান্স ও মিস মালয়েশিয়া জলে ভেজা মঞ্চে পা পিছলে পড়েই গেলেন। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন আয়োজকরা। অন্য প্রতিযোগিনীদেরও মঞ্চে নিজেদের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খেতে হয়। যদিও সৌভাগ্যবশত কেউ জখম হননি।
মিস ফ্রান্স ২০১৮ ২৫ বছরের মায়েভা কোউকে সুইমস্যুট রাউন্ডের সময় হোঁচট খেয়ে রানওয়েতে পড়ে যান। পরে ইনস্টাগ্রামে এই দুর্ঘটনার একটি ভিডিও তিনি শেয়ার করেন। তিনি লেখেন, মহিলাদের জীবনে ওঠা-পড়া রয়েইছে। সবচেয়ে বড় কথা হল, সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়া।




মালয়েশিয়ার ২২ বছরের শ্বেতা শেখনের সুইমস্যুট রাউন্ডের সময় পা পিছলে যায়। হাই হিলসে মঞ্চে হাঁটার সময় তিনি পড়ে যান। এরপর উঠে দাঁড়িয়ে ক্যাটওয়াক সম্পূর্ণ করেন তিনি।
জানা গেছে, মিস মাল্টা, মিস ইন্দোনেশিয়াও পিছল রানওয়েতে হোঁচট খান।
মিস দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুঞ্জি রবিবার মিস ইউনিভার্স ২০১৯-র শিরোপা পেয়েছেন।