মিস ফ্রান্স ২০১৮ ২৫ বছরের মায়েভা কোউকে সুইমস্যুট রাউন্ডের সময় হোঁচট খেয়ে রানওয়েতে পড়ে যান। পরে ইনস্টাগ্রামে এই দুর্ঘটনার একটি ভিডিও তিনি শেয়ার করেন। তিনি লেখেন, মহিলাদের জীবনে ওঠা-পড়া রয়েইছে। সবচেয়ে বড় কথা হল, সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়া।
মালয়েশিয়ার ২২ বছরের শ্বেতা শেখনের সুইমস্যুট রাউন্ডের সময় পা পিছলে যায়। হাই হিলসে মঞ্চে হাঁটার সময় তিনি পড়ে যান। এরপর উঠে দাঁড়িয়ে ক্যাটওয়াক সম্পূর্ণ করেন তিনি।
জানা গেছে, মিস মাল্টা, মিস ইন্দোনেশিয়াও পিছল রানওয়েতে হোঁচট খান।
মিস দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুঞ্জি রবিবার মিস ইউনিভার্স ২০১৯-র শিরোপা পেয়েছেন।