নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব (সংশোধন) বিলের (সিএবি) বিরোধিতাকে নাকচ করে বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব সওয়াল করলেন, দেশের সংবিধানের প্রতিটি ধারা, সংস্থান মেনে কার্যকর করতে তিনি বাধ্য। সংবাদ সংস্থা এএনআইকে তিনি মুখ্যমন্ত্রীর সিএবি বিরোধী অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি প্রসঙ্গে বলব, নাগরিকত্ব (সংশোধন) বিলটি সংসদের দুই কক্ষেই পাশ হবে। সেটি আইনে পরিণত হবে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সংবিধানের প্রতিটি ধারা, বিধি রূপায়ণ করতে দায়বদ্ধ। তিনি সেটি কার্যকর করতে রাজি না বলে ‘সরকার কী করণীয়, স্থির করবে’ বলেও জানান বিজেপি শীর্ষনেতাটি।
সিএবি-র সমর্থনে তিনি বলেন, নাগরিকত্ব (সংশোধন) বিল সম্পর্কে বিরোধী দলগুলির যুক্তি, বক্তব্য ভুল, বিভ্রান্তিকর, বিকৃত। কাউকে বাদ দেওয়ার জন্য এই বিল নয়। গত সাত দশক ধরে ভারতে আসা সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করাই এর উদ্দেশ্য। রাম মাধব আরও বলেন, এটা ঐতিহাসিক সত্য যে, দেশভাগের পর ও বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষ ভারতে চলে এসেছেন। দুটি ক্ষেত্রেই আমরা তাঁদের সবাইকে ঠাঁই দেওয়ার স্পষ্ট অঙ্গীকার করেছি।
সংখ্যালঘুদের বাদ দেওয়া নয়, বরং অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই বিল, সওয়াল করেন রাম মাধব। বলেন, আগের সরকারগুলির অসমাপ্ত কাজ আমরা সম্পূর্ণ করছি। শুধু ওইসব দেশের নির্যাতিত সংখ্যালঘুদের জন্যই এই বিল। তাঁরা এদেশে এসে নাগরিকত্ব চাইতে পারেন। আর কাউকে আমরা চিহ্নিত করছি না। এইসব দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব লোকজন ভারতে এসে গত পাঁচ বছর ধরে বসবাস করছেন, তাঁরা এ দেশের নাগরিকত্ব দাবি করতে পারবেন। আমরা অনেককেই শরণার্থীর মর্যাদা দিতে রাজি। শ্রীলঙ্কা. পাকিস্তানের উদ্বাস্তুরাও, যেমন বালুচ লোকজন আছেন। তবে ওটা অন্য ব্যাপার।
সিএবি ঘিরে উত্তরপূর্বের রাজ্যগুলির আশঙ্কা, উদ্বেগ সম্পর্কে তিনি বলেন, ওখানকার সব গোষ্ঠীর সঙ্গেই বিস্তারিত আলাপ-আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওদের সঙ্গে উনি ১০০ ঘন্টার ওপর কথা বলেছেন, ওদের আশ্বস্ত করেছেন যে, বিলটি ওদের জনবিন্যাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য বা সংস্কৃতির ওপর কোনও ক্ষতিকর প্রভাবই ফেলবে না।
সংবিধানের প্রতিটি ধারা, অনু্চ্ছেদ রূপায়ণে বাধ্য উনি, নাগরিকত্ব (সংশোধন) বিল নিয়ে মমতার আপত্তি ওড়ালেন রাম মাধব
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2019 06:53 PM (IST)
রাম মাধব আরও বলেন, এটা ঐতিহাসিক সত্য যে, দেশভাগের পর ও বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষ ভারতে চলে এসেছেন। দুটি ক্ষেত্রেই আমরা তাঁদের সবাইকে ঠাঁই দেওয়ার স্পষ্ট অঙ্গীকার করেছি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -