কিন্তু দুই পাশ থেকে দুজন এসে দাঁড়ান। ফলে গতিরোধ হয় তাঁর। পরমুহূর্তেই তাঁদের এড়িয়ে গাড়ির দিকে রওনা দেন মালাইকা।
মালাইকার সঙ্গে ছিলেন তাঁর বাবা অনিল অরোরা। ভিডিওতে মালাইকাকে ভিড় ঠেলে বেরিয়ে আসার ক্ষেত্রে সাহায্য করতে দেখা যাচ্ছে তাঁর বাবাকে।
বলিউডের সেলিব্রিটিদের ঘিরে ভিড় নতুন কিছু নয়।
চলতি বছরের শুরুর দিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি কানপুরে অনুরাগীদের ভিড়ে আটকে পড়েছিলেন। এক অনুরাগী ছবি তুলতে তাঁর হাত ধরে টেনেছিলেন। এতে তাঁর হাতে আঘাত লেগেছিল।