মুম্বই: একটি শপিং কমপ্লেক্সে গিয়ে সেলফি-প্রেমী অনুরাগীদের ভিড়ে কোণঠাসা হয়ে পড়লেন অভিনেত্রী মালাইকা অরোরা। সেই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মলের বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন মালাইকা। কিন্তু ততক্ষণে অনুরাগীরা তাঁর কাছে চলে আসেন। প্রথমে অনুরাগীদের সেলফির আবদারে সাড়া দিয়ে দু-একজনের সঙ্গে সেলফি তোলেন তিনি। কিন্তু এরপর ভিড় বেড়ে গেলে তিনি দ্রুত গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন।

কিন্তু দুই পাশ থেকে দুজন এসে দাঁড়ান। ফলে গতিরোধ হয় তাঁর। পরমুহূর্তেই তাঁদের এড়িয়ে গাড়ির দিকে রওনা দেন মালাইকা।

মালাইকার সঙ্গে ছিলেন তাঁর বাবা অনিল অরোরা। ভিডিওতে মালাইকাকে ভিড় ঠেলে বেরিয়ে আসার ক্ষেত্রে সাহায্য করতে দেখা যাচ্ছে তাঁর বাবাকে।




বলিউডের সেলিব্রিটিদের ঘিরে ভিড় নতুন কিছু নয়।

চলতি বছরের শুরুর দিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি কানপুরে অনুরাগীদের ভিড়ে আটকে পড়েছিলেন। এক অনুরাগী ছবি তুলতে তাঁর হাত ধরে টেনেছিলেন। এতে তাঁর হাতে আঘাত লেগেছিল।