বড়পর্দায় অমিতাভকে এবার দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এই ছবিতে অমিতাভের পাশাপাশি অভিনয় করছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, আক্কিনেনজি নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া ও মৌনী রায়। এক ফ্রেমে তিন প্রজন্ম, ছবি শেয়ার অমিতাভের
Web Desk, ABP Ananda | 30 May 2019 02:48 PM (IST)
বড়পর্দায় অমিতাভকে এবার দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: এক ফ্রেমে বচ্চন পরিবারের তিন সদস্য হরিবংশ রাই, অমিতাভ ও অভিষেক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন অমিতাভ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, অমিতাভকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তাঁর বাবা। দ্বিতীয় ছবিতে অমিতাভের কোলে অভিষেক এবং তৃতীয় ছবিতে অভিষেকের কোলে তাঁর মেয়ে আরাধ্যা।