মুম্বই: মুখে কখনও তাঁরা তাঁদের সম্পর্কের কথা বলেননি। কিন্তু শুধু বলিপাড়া কেন, সিনেপ্রেমীরা সক্কলে জানেন, দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের ঘনিষ্ঠতার কথা। এবার হলিউড স্টার ভিন ডিজেল যখন সে ব্যাপারে হাটে হাঁড়ি ভাঙলেন, তখন আর এড়ানোর চেষ্টা করেননি দীপিকা। তাঁর হাসি বুঝিয়ে দিল, তাঁদের সম্পর্কের কথা এখন বলিউড ছাড়িয়ে হলিউডেরও কানে উঠেছে!
ভিন ডিজেল এ দেশে এসেছিলেন দীপিকার সঙ্গে তাঁর ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর প্রমোশনে। ছবির প্রিমিয়ারে দীপিকার বয়ফ্রেন্ড রণবীরের সঙ্গে আলাপ হয় তাঁর। পরে ডিজেল জানান, রণবীর তাঁর ক্ষিপ্রতা ও শারীরিক সামর্থ্যের প্রশংসা করেছেন। আর দুজনের হাল্কা খুনসুটির কথা শুনে দীপিকার কী হাসি!