ভিডিওতে দেখুন: দাদার বিয়ে প্রসঙ্গে কী প্রতিক্রিয়া সলমনের বোনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2016 06:01 PM (IST)
মুম্বই: সলমন কবে বিয়ে করছেন সে নিয়ে অনুরাগীদের জল্পনার অন্ত নেই। শোনা যাচ্ছে খুব শিগগির গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্তুরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। কিন্তু সত্যি কী তাই? সম্প্রতি অভিনেত্রী প্রীতি জিন্টার রিসেপশনে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। সলমন কয়েকদিন আগে প্রকাশ্যে বলেন, তাঁর বাড়িতে মা, বোন বিয়ের জন্য তাঁকে চাপ দিচ্ছেন। এবার শুনে নিন দাদার বিয়ের প্রসঙ্গে কী প্রতিক্রিয়া বোন অর্পিতা খানের...