অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাই-সুন্দরী। সেখানে তাঁদের দুজনকে একে অপরকে শুভেচ্ছা জানাতে ও প্রশংসা করতে দেখা যাচ্ছে।
ভিডিওতে ইভা বলেছেন, আমার বন্ধুর সঙ্গে দেখা হল। প্যারিসে আমরা একসঙ্গে এলাম।
ইভা মজার ছলে আরও বলেছেন, ‘তুমি আরও বেশি সুন্দর হচ্ছো কেন? আমি আর তোমার পাশে আর দাঁড়াতে চাইব না’।
এর জবাবে ঐশ্বর্য বলেন, ‘দেখ, কে এ কথা বলছে’।
বেশ কয়েকবারই ঐশ্বর্য ও ইভা কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পেটে হেঁটেছেন।