কলকাতা: ফের বাড়ছে করোনার (Covid19) সংক্রমণ। সঙ্গে মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন (Omicron)। সব মিলিয়ে ফের তৈরি হতে চলেছে ভয়াবহ পরিস্থিতি। এখনই কড় হাতে সামাল না দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাই রাজ্য়ের সরকার সদ্যই ঘোষণা করেছে নয়া কোভিডবিধি। মুখ্যসচিবের ঘোষণা করা নয়া কোভিডবিধিতে জানা গিয়েছে, একদিকে যেমন স্কুল, কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। তেমনই কিছু কিছু স্থান খোলা থাকবে আংশিকভাবে। তারইমধ্যে জানা গিয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে সিনেমাহল। এবং রাত ১০টার পর সমস্ত সিনেমাহল (Cinema Hall) বন্ধ থাকবে।


মাত্র কয়েকদিন আগেই দিল্লির সরকার ঘোষণা করে যে করোনার সংক্রমণ মোকাবিলার জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সিনেমাহলে। সদ্য মাস খানেক আগেই সংক্রমণের হার কিছুটা কমায় সিনেমাহল খোলার ঘোষণা করা হয় মহারাষ্ট্রসহ বহু রাজ্যে। তারপরই নতুনভাবে বহু ছবির ঘোষণা করা হতে থাকে। কিন্তু দিল্লির সরকারের সিনেমাহল বন্ধের ঘোষণার পরই বলিউডে একাধিক ছবির মুক্তি ফের স্থগিত হতে শুরু করেছে। ইতিমধ্যেই শাহিদ কপূর অভিনীত ছবি 'জার্সি'র মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৩১ ডিসেম্বর। এছাড়াও এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি 'আরআরআর'-এর মুক্তি স্থগিত করেছে নির্মাতারা। এবার রাজ্যে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলা থাকার ঘোষণায় প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার বাংলা ছবিরও ক্রমশ মুক্তি পিছিয়ে যেতে পারে? যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও নির্মাতারা কোনও মতামত প্রকাশ করেননি।


আরও পড়ুন - WB Covid Guidelines: আগামীকাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত পর্যটনকেন্দ্র


প্রসঙ্গত, গত দুটো বছর ধরে চলছে করোনা পরিস্থিতি। বারবার লকডাউন এবং কোভিডবিধির ফলে ব্যাপক প্রভাব পড়েছে ছবির জগতে। দীর্ঘ অনেকটা সময় বন্ধ থেকেছে সিনেমাহল। ইতিমধ্যেই করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। তার সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। ফের যাতে ভয়াবহ পরিস্থিতি না আসে তার জন্য এখনই লাগাম টানা প্রয়োজন। রাজ্যে সদ্য ঘোষণা হওয়া কোভিডবিধির মধ্যে স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বন্ধ থাকবে স্পা, জিম, সুইমিংপুল, সেলুন, বিউটি পার্লার। এছাড়াও আংশিকভাবে ৫০ শতাংশ মানুষ নিয়ে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, রেস্তোরাঁ, পানশালা, সিনেমাহল প্রভৃতি।