কলকাতা: ফের বাড়ছে করোনা (Coronavirus)। তার সঙ্গে সংক্রমণ বাড়ছে ওমিক্রনেরও (Omicron)। এখনই হাল না ধরলে আরও বাড়তে পারে সংক্রমণের হার। তাই করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। এদিন নবান্ন সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দিলেন আগামীকাল থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কী কী কোভিডবিধি মেনে চলতে হবে। তার সঙ্গে কোন কোন স্থান সম্পূর্ণ বন্ধ থাকবে, কোন কোন স্থান আংশিক খোলা থাকবে, সমস্ত কিছু নিয়ে নয়া বিধিনিষেধ ঘোষণা মুখ্যসচিবের। 


আরও পড়ুন - WB Covid Guidelines: আগামীকাল থেকে আংশিক খোলা থাকছে কী কী? রইল সম্পূর্ণ তালিকা


নতুন বছর সবে শুরু হয়েছে। শীতকাল পড়তেই রাজ্যে বেড়েছে পর্যটকের (Tourist) সংখ্যা। বড়দিন এবং নতুন বছর উপলক্ষে বহু মানুষ আসছিলেন চিড়িয়াখানা সহ রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে (Tourist Spot Closed)। রাজ্য সরকারের নতুন নিয়মাবলী অনুযায়ী আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত পর্যটনকেন্দ্র। জানা যাচ্ছে, গত বেশ কয়েকদিন ধরে শীতকালীন উৎসবে মেতে উঠে বহু মানুষকে দেখা যাচ্ছিল বিভিন্ন পর্যটনকেন্দ্রে। তাঁদের যথেষ্ট করোনাবিধিও মানতে দেখা যায়নি। বহু মানুষেরই মুখে ছিল না মাস্ক। সুরক্ষিত দূরত্ববিধিও মেনে চলার কোনও লক্ষণ দেখা যায়নি। ফলে বর্তমানে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে এবং তার সঙ্গে বাড়ছে ওমিক্রনেরও আশঙ্কা, এর জন্য এখনই কড়া পদক্ষে না নিলে চলবে না। তাই আগামীকাল থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন - WB Covid Curbs: আগামীকাল থেকে রাজ্যে কী কী সম্পূর্ণ বন্ধ? রইল তালিকা


অন্যদিকে, আগামীকাল থেকে স্কুল, কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্পা, জিম, সেলুন, বিউটি পার্লার, সুইমিংপুল বন্ধ থাকবে সম্পূর্ণভাবে। আগামীকাল থেকে সরকারি এবং বেসরকারি সমস্ত অফিস চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। এছাড়াও জানা গিয়েছে, সন্ধে সাতটার পর বন্ধ হয়ে যাবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল। অন্যান্য সময় ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। রেস্তোরাঁ, পানশালায় খোলা থাকবে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে। সিনেমাহল খোলা থাকবে ৫০ শতাংশ দর্শক নিয়ে। রাত ১০টার পর বন্ধ হয়ে যাবে সিনেমাহল। এছাড়াও রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি হবে আগামীকাল থেকে।