কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন।  তার আগে জোরকদমে প্রচার সারছে সমস্ত রাজনৈতিক দল। প্রত্যেকদিন চলছে রোড শো আর জনসভা। সেখানে সমাগম হচ্ছে বহু মানুষের। অনেকেই বলছেন, একনজরে দেখলে মনেই হয় না, করোনা পরিস্থিতি যথেষ্ট এখনও উদ্বেগজনক। কিন্তু এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই প্রমাণ পাওয়া গেল রুপম ইসলামের একটি পোস্টে। 


আজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন গায়ক রূপম ইসলাম। সেখানে তিনি লেখেন, 'দীর্ঘ বিরতির পর আগামীকাল ওপেন এয়ার ফসিলস কনসার্ট হওয়ার কথা ছিল। পাকা কথা হয়ে গেছিল। তবুও আমরা আমাদের তরফে কিছু জানাইনি। অনুষ্ঠানে আসতে হলে কী কী বিধি মানতে হবে— নিজেদের মধ্যে দূরত্ব, সঠিক মুখোশ— ইত্যাদি সবাইকে জানাবার জন্য প্রস্তুতি চলছিল। আমরা কিন্তু অনুষ্ঠান করলে সাবধানতা নিয়েই করতাম। সঠিক মুখোশ না পরলে অনুষ্ঠানক্ষেত্রে একজনও প্রবেশাধিকার পাবে না— এই বিষয়টা নিয়ে কড়া আলোচনা চলছিল। মুক্ত অঙ্গন, বিরাট মাঠ— এসব দিক থেকে খানিকটা সুবিধে ছিল বলেই আমরা রাজি হয়েছিলাম।



আজ সকালে ইলেকশন কমিশন জানিয়েছেন— আমরা অনুষ্ঠান করতে পারব না। আমরা শুধু এটুকু চাই— নির্বাচনী প্রচারের বড় বড় জমায়েত রাজনৈতিক নেতৃবৃন্দ যখন করছেন, তখন তাঁরাও মানুষকে মুখোশ পরতে বলুন— মাস্কহীন মানুষের প্রবেশ আটকান— শ্রোতাদের মধ্যে দূরত্ব বজায় রাখাটা সুনিশ্চিত করুন— (যা আমরা করতাম)— এটা হচ্ছে কিনা তা দেখাও মাননীয় কমিশনের দায়িত্ব। এটা না করে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করলে তা সঠিক হস্তক্ষেপ কি?



এ বিচার আমরা করবার কেউ না। সামগ্রিক সমাজকে ভেবে দেখতে হবে।' (অপরিবর্তিত)

 

রূপমের পোস্টে ক্ষোভের প্রকাশ স্পষ্ট। প্রচার বা জনসভায় যদি বাধা না থাকে তবে কেন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেবে নির্বাচন কমিশন। রূপমের অনেক অনুরাগীই তাঁর পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। তবে আপাতত মুলতুবি হয়েছে রূপমের সাংস্কৃতিক অনুষ্ঠান।