মুম্বই: শ্রীলঙ্কার সঙ্গে বলিউডের কানেকশন বলতে এতদিন ছিল সেই অর্থে একটাই নাম। জ্যাকলিন ফার্নান্ডেজ। এই সিংহলী সুন্দরী অবশ্য বলিউডে নিজের পায়ের তলার মাটি বেশ শক্ত করে নিয়েছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। এবার বলিউডের সঙ্গে শ্রীলঙ্কার আবার সম্পর্ক। আর এবারও একজন নারীকে নিয়েই। তিনি ইওহানি। শ্রীলঙ্কার এই তরুণী নতুন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তাঁর গাওয়া 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে জাস্ট। শুধু তাঁর গাওয়া গানটাই ইতিমধ্যে প্রায় দেড়শো মিলিয়ন মানুষ শুনে বা দেখে ফেলেছেন। এছাড়াও তাঁর গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি কোন সেলিব্রিটি! সাধারণ মানুষ তাঁর টাইমলাইনে শেয়ার করেছেনই। শ্রীলঙ্কার সঙ্গীত জগতটাই যেন আমুল বদলে গিয়েছে ইওহানির কণ্ঠস্বরে।
আরও পড়ুন - Soujanya Death: আত্মহত্যা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, পাওয়া গিয়েছে মর্মান্তিক সুইসাইড নোট
শ্রীলঙ্কারই আরেকজন মানুষ বদলে দিয়েছিলেন ৫০ ওভারের একদিনের ক্রিকেট ম্যাচ। আরও ভাল করে বললে প্রথম ১৫ ওভারের পাওয়ার প্লে-তে খেলার ধরন তিনিই বদলে দিয়েছিলেন। নাম সনথ জয়সূর্য। প্রথম ১৫ ওভারে তাঁর ব্যাটিং তাণ্ডবের সামনে বল করতে গিয়ে ভয় পাননি এমন বোলার বিশ্বের কোথাও খুঁজেই পাওয়া যাবে না। সেই শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার এবার প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁর দেশেরই গায়িকা ইওহানিকে। সোশ্যাল মিডিয়ায় সনথ জয়সূর্য লিখেছেন, 'ইওহানির জন্য একটা ছোট্ট বার্তা দিতে চাই। আমরা তোমার জন্য গর্বিত। আমরা আশাকরি, তুমি আগামীদিনে নিজের প্রতিভার বিকাশ যথাযথভাবে করবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে নিজের যোগ্যতার জায়গায়।'
আরও পড়ুন - Manike Mage Hithe: 'মানিকে মাগে হিথে' গেয়ে ফের ভাইরাল রানু মন্ডল, কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?
প্রসঙ্গত, ইওহানি এখন ব্যস্ত ভারত সফরে। বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানে পারফর্ম করতে তিনি ভারতে এসেছেন। ভারতে এসেই ইওহানি বলেছেন, 'এটাই আমার প্রথম ভারত সফর। মনে হচ্ছে এখনও স্বপ্ন দেখছি। তাই যা চারপাশে ঘটছে, সবটাই উপভোগ করছি। আমি এখনও পুরোপুরি হিন্দি শিখতে পারিনি। তবে, হিন্দি শেখা শুরু করে দিয়েছি।' তাঁর গাওয়া 'মানিকে মাগে হিতে' গানের মানেও বুঝিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, এটা একটা রোম্যান্টিক গান। মানিকে মানে ভালবাসার মানুষকে অর্থাৎ প্রিয়তম বা প্রিয়তমা। মাগে শব্দের অর্থ হল আমার। আর হিতে শব্দের অর্থ হল হৃদয়। অর্থাত, 'মানিকে মাগে হিথে'-এর বাংলা করলে দাঁড়ায় প্রিয়তম/প্রিয়তমা তুমি আমার হৃদয়। প্রসঙ্গত, অরিজিনাল গানটি কিন্তু গাওয়া শ্রীলঙ্কার এক পুরুষ গায়কের। তাঁর নাম সথীশন।