মুম্বই: শুক্রবার মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের ছবি তানাজি। তার আগেই এই ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটিতে ‘গেরুয়া শক্তি’ দেখানো নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছে। তবে অজয়ের দাবি, ‘এই ছবিতে আমরা দেশ, জাতি, স্বাধীনতার কথা বলেছি। কোথাও হিন্দুত্ব নেই। ছবিতে আপনারা দেখতে পাবেন, তানাজির সঙ্গে লড়াই করছেন মুসলিম যোদ্ধারা। আমরা ধর্মের জন্য লড়াই করছি না। আমরা যখন দেশের কথা বলি, তখন কোনও ধর্ম থাকে না।’
পদ্মাবৎ, পানিপথের মতো ছবিগুলিতে মুসলিম শাসকদের চরিত্রায়ণ নিয়ে প্রশ্নের জবাবে অজয় বলেছেন, ‘ইতিহাস অনুসারে আলাউদ্দিন খলজি বর্বর। তিনি কোনও একটি বিশেষ সম্প্রদায়ের ছিলেন বলে বর্বর নন, বর্বর ব্যক্তি ছিলেন। ব্রিটিশ শাসন নিয়ে কোনও ছবি করলে কি আমরা ব্রিটেনের মানুষকে আঘাত করি? আমাদের দেশ শাসন করে ওরা অন্যায় করেছিল। কিন্তু সেই গল্প এখন শেষ হয়ে গিয়েছে। তবে সেটা ইতিহাসের অংশ। তাহলে কি ইতিহাস বই ভুল? ইতিহাস বইয়ে কি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলা আছে? এই ছবিতে আমরা দেশের বাইরে থেকে আসা হানাদারদের কথা বলছি। আমাদের এখন এক হতে হবে। আমাদের দেশ সবার। আমাদের দেশে কোনওদিনই একটিমাত্র ধর্ম ছিল না। অতীতেও লোকজন শান্তি ও সম্প্রীতির আবহে বসবাস করতেন।’
তানাজির পরিচালক ওম রাউত বলেছেন, ‘এই ছবিতে গেরুয়াকরণের কথা বলা হয়নি। শিবাজির দুর্গ ও সেনাবাহিনীর রং ছিল গেরুয়া। ছত্রপতি শিবাজি কোনও ধর্মে বিশ্বাস করতেন না। তাঁর সেনাবাহিনীতে সব ধর্মের লোক ছিল। অনেক অহিন্দুই শিবাজির নেতৃত্বে কাজ করতেন। স্বরাজ আন্দোলন ছিল হানাদারদের বিরুদ্ধে। সব ধর্মের মানুষই হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’
তানাজিতে ‘গেরুয়া’: ছবিতে হিন্দুত্ব নয়, দেশের কথা বলা হয়েছে, দাবি অজয় দেবগনের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jan 2020 08:34 PM (IST)
ছবিটিতে ‘গেরুয়া শক্তি’ দেখানো নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -