এর আগে এদিন সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যাচে হ্যাটট্রিক করেন রশিদ। তিনি সিডনির ইনিংসের ১১-তম ওভারের শেষ দুই বলে যথাক্রমে জেমস ভাইনস ও জ্যাক এডওয়ার্ডসকে ফেরান। এরপর ১৩-তম ওভারের প্রথম বলে জর্ডন সিল্ককে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি। বিগ ব্যাশ লিগে একইদিনে উপমহাদেশের দুই বোলারের হ্যাটট্রিক বিরল ঘটনা। দেখুন, বিগ ব্যাশ লিগে হ্যাটট্রিক পাকিস্তানের তরুণ পেসার হ্যারিস রউফের
Web Desk, ABP Ananda | 08 Jan 2020 05:45 PM (IST)
এর আগে এদিন সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যাচে হ্যাটট্রিক করেন রশিদ।
মেলবোর্ন: আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের পর এবার বিগ ব্যাশ লিগে হ্যাটট্রিক করলেন পাকিস্তানের তরুণ পেসার হ্যারিস রউফ। আজ মেলবোর্ন স্টারসের হয়ে সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের ইনিংসের শেষ ওভারে ম্যাথু জিলকেস, ক্যালাম ফার্গুসন ও ড্যানিয়েল স্যামসের উইকেট নেন তিনি। চার ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার।