নয়াদিল্লি: 'রঈস'-এর মুক্তি নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন পরিচালক ফারহান আখতার। তিনি জানিয়েছেন, 'রঈস'-এ আইন ভাঙা হয়নি, তাই বিরোধীদের আপত্তি নিয়েও কোনও চিন্তা নেই তাঁর। উল্লেখ্য, 'রঈস'-এ অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

সম্প্রতি পাক অভিনেতা ফাওয়াদ খান অভিনয় করায় বেশ সমস্যার মুখে পড়তে হয় কর্ণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটিকে। উরি হামলার পর দেশে পাক শিল্পীদের বয়কটের ডাক দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনয় করায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। মাল্টিপ্লেক্সগুলিতে ভাঙচুর করা হবে বলে হুমকি দেয়। শেষমেশ এমএনএস প্রধান রাজ ঠাকরে ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের সঙ্গে বৈঠকের পর সেই জট কাটে।

এই প্রসঙ্গেই ফারহানকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ছবি মুক্তি নিয়ে তাঁদের কোনও ভয় নেই। কারণ, তাঁরা কোনও আইন ভাঙেননি। ছবির সহ প্রযোজক রিতেশ সিধওয়ানি জানিয়েছেন, তাঁরা এ সব নিয়ে ভাবছেনই না। বলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেয়েছে। কঠিন সময় অতিক্রম করতে হয়েছে তাঁদের। আমরাও শীঘ্রই সিনেমার ট্রেলর প্রকাশ করব। পরের বছর ২৬ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীয় ‘রঈস‘।