নয়াদিল্লির সেনাসূত্রে খবর, আহত ৩২ জনই ইন্ডিয়ান ব্যাটেলিয়ান ১-এর জওয়ান ছিলেন। তাঁদের মধ্যে কেউই গুরুতর জখম হননি। প্রত্যেকেরই অবস্থা স্থিতিশীল। রাষ্ট্রপুঞ্জের সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। তবে ২ জনের অস্ত্রোপচার করা হতে পারে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে আট বছরের একটি মেয়ের।
প্রসঙ্গত, কঙ্গোয় ১৯৯৬ থেকে ২০০৩ পর্যন্ত স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর অঞ্চল দখলের লড়াইয়ে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি হয়। সেখানে এখনও সক্রিয় কয়েক ডজন সক্রিয় সশস্ত্র গোষ্ঠী। তাদের মধ্যে হামেশাই তীব্র হানাহানি ঘটে। শান্তি ফেরাতে সেখানে ৫০ টিরও বেশি দেশের প্রায় ১৮ হাজার উর্দিধারী শান্তিরক্ষী জওয়ান মোতায়েন করেছে রাষ্ট্রপুঞ্জ। তাঁদের মধ্যে শান্তিরক্ষার দায়িত্বে রয়েছেন ৩৫০০ ভারতীয় সেনা জওয়ানও।