কিনসাসা/ নয়াদিল্লি: কঙ্গোর গোমা শহরে বিস্ফোরণ। নিহত এক শিশু, জখম ৩২ জন ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর জওয়ান। রাষ্ট্রপুঞ্জের মিশনের খবর, কেইশেরো এলাকার পশ্চিম গোমায় সকালে দৌড়তে বেরিয়েছিলেন শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। ৬.১৫ নাগাদ বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণ কীভাবে হয়েছে বা কারা এর পিছনে আছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি এখনও। সংবাদ সংস্থাকে রয়টার্সকে স্থানীয় মসজিদের ইমাম ইসমায়েল সালুমু তিন শান্তিরক্ষী জওয়ানের নিহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আচমকা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি। সঙ্গে তীব্র আর্তনাদ, কান্নার আওয়াজ। ছুটে যাই ঘটনাস্থলে।
নয়াদিল্লির সেনাসূত্রে খবর, আহত ৩২ জনই ইন্ডিয়ান ব্যাটেলিয়ান ১-এর জওয়ান ছিলেন। তাঁদের মধ্যে কেউই গুরুতর জখম হননি। প্রত্যেকেরই অবস্থা স্থিতিশীল। রাষ্ট্রপুঞ্জের সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। তবে ২ জনের অস্ত্রোপচার করা হতে পারে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে আট বছরের একটি মেয়ের।
প্রসঙ্গত, কঙ্গোয় ১৯৯৬ থেকে ২০০৩ পর্যন্ত স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর অঞ্চল দখলের লড়াইয়ে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি হয়। সেখানে এখনও সক্রিয় কয়েক ডজন সক্রিয় সশস্ত্র গোষ্ঠী। তাদের মধ্যে হামেশাই তীব্র হানাহানি ঘটে। শান্তি ফেরাতে সেখানে ৫০ টিরও বেশি দেশের প্রায় ১৮ হাজার উর্দিধারী শান্তিরক্ষী জওয়ান মোতায়েন করেছে রাষ্ট্রপুঞ্জ। তাঁদের মধ্যে শান্তিরক্ষার দায়িত্বে রয়েছেন ৩৫০০ ভারতীয় সেনা জওয়ানও।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কঙ্গোয় বিস্ফোরণ, নিহত শিশু, জখম ৩২ ভারতীয় শান্তিরক্ষী জওয়ান, জানাল রাষ্ট্রপুঞ্জ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Nov 2016 03:36 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -