কলকাতা: বছরের মাঝামাঝি, যে এক গুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছিল 'হইচই' (Hoichoi) কর্তৃপক্ষ, তার মধ্যে 'অন্তরমহল' (Antarmahal) অন্যতম। ইশা সাহা (Ishaa Saha) ও সৌরভ দাস (Sourav Das)-র এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা। আজ মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। 


এই সিরিজ এমন এক যুগলের গল্প তুলে ধরেছে, যাদের দীর্ঘদিন প্রেমের পরে, সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। তাঁদের মধ্যে মিল থাকলেও, কেবল সমস্যা সন্তান নিয়ে। বিয়ের পরে রীতি চান, তাঁদের মধ্যে একটি সন্তান আসুক, তবে চিকিৎকের কাছে যেতে চায় না ইন্দ্র। চিরকালীন সমাজের মনে যে ধারণা রয়ে গিয়েছে যে সন্তান না হওয়ার দায়ভার একমাত্র মেয়েদের, সেই ভাবনাকেই তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। সময়ের সঙ্গে সঙ্গে সমাজ এগিয়ে গেলেও যে তথাকথিত মানুষের মনের মধ্যে রয়ে গিয়েছে সেই ভাবনা, সেটাই তুলে ধরবে এই সিরিজ। এই সিরিজতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)।


এই সিরিজ নিয়ে ইশা বলছেন, 'নীল এই চরিত্রটাকে দারুণ সুন্দরভাবে লিখেছেন। রীতির চরিত্রটার মধ্যে একটা চ্যালেঞ্জ রয়েছে, সমাজের বিরুদ্ধে লড়ার চ্যালেঞ্জ। অভ্রজিতের সঙ্গে কাজ করতে করতে ওর সঙ্গে আমার খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে। ওর সঙ্গে ফোন করে আমার ভীষণ ভাল লেগেছে। সৌরভের সঙ্গে আমি অনেকগুলো কাজই করে ফেললাম। ফলে ইন্দ্র আর রীতির মধ্যে সমীকরণ তৈরি করতে আলাদা করে খাটতে হয়নি। আমরা জীবন দিয়ে এই কাজটা করেছি, আশা মানুষের ভাল লাগবে।'


এই সিরিজটি নিয়ে সৌরভ বলছেন, 'ইন্দ্রর চরিত্রে অভিনয় করা অনেকগুলো আবেগের মিশ্রণ যেন। এই চরিত্রটা বাইরে থেকে খুব আধুনিক হলেও, মনের গভীরে পুষে রাখে সব পুরনো ধ্যানধারণাগুলো। রীতির সঙ্গে সম্পর্কের সমীকরণ এক্কেবারে আলাদা, তার দুটো দিকই রয়েছে। আশা করছি হইচই যে ধরণের কাজ দর্শকদের কাছে নিয়ে আসছে, তা ভাল লাগবে সবার।'


এই সিরিজের পরিচালক বলছেন, 'অন্তরমহল এমন একটা বিষয়কে সমাজের সামনে নিয়ে এসেছে, যেগুলো নিয়ে কথা বলতে এখনও ভয় পায় দর্শক। আমার মনে হয়, এই কাজটার জন্য সৌরভ আর ইশা এক্কেবারে সঠিক। আশা করি ট্রেলারটা দর্শকদের মনে একটা প্রত্যাশা তৈরি করবে।'


 






আরও পড়ুন: Parnashavarir Shaap Review: ভৌতিক পরিবেশে তন্দ্রসাধক চিরঞ্জিৎ, কতটা ভয় দেখাতে পারল পরমব্রতর 'পর্ণশবরীর শাপ'?