নয়াদিল্লি: স্ত্রী, বাবার সঙ্গে আগেই এক স্ক্রিনে অভিনয় করেছেন। কিন্তু সেই স্ক্রিপ্টে ছিলেন না মা। বাবা, মা, স্ত্রীর সঙ্গে এক ছবিতে কাজ করতে পারলে আরও বেশি খুশি হবেন বলে জানালেন অভিনেতা অভিষেক বচ্চন।
অভিষেক জানিয়েছেন, মা, বাবা, স্ত্রীর সঙ্গে একই স্ক্রিপ্টে অভিনয় করতে আগ্রহী তিনি। এরকম কোনও সুযোগ সত্যি এলে তিনি একা নন, খুশি হবেন বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চন এবং স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনও।
বিগ বি-র সঙ্গে "পা", "বান্টি অউর বাবলি", কভি আলভিদা না কহেনা" ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তিনি। স্ত্রী ঐশ্বর্যর সঙ্গেও "কুছ না কহো", "গুরু", "রাবন"-এ অভিনয় করেছেন। ২০০৫-এ সিনিয়র, জুনিয়র বচ্চন এবং বচ্চন বধূ-র একমঞ্চে "কাজরা রে" গানটি দুর্দান্ত হিট হয়েছিল। "ভৈরবী", "দ্রোণ", "লগা চুনারি মে দাগ", "দেশ"-এ মা-ছেলে একসঙ্গে কাজ করেছেন। কিন্তু বাবা, মা, স্ত্রী তিনজনের সঙ্গে অভিনয়ের সুযোগ এখনও হয়নি অভিষেকের। এখন সেই ইচ্ছে পূরণের অপেক্ষায় জুনিয়র বচ্চন...
বাবা, মা, স্ত্রীর সঙ্গে এক স্ক্রিপ্টে অভিনয় করতে আগ্রহী: অভিষেক বচ্চন
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2016 04:47 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -