মুম্বই: টিনসেল টাউনে বিয়ের মরসুম চলছে। বলিউডের (Bollywood) বেশ কিছু তারকার বিয়ের কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন 'শাদি মে জরুর আনা' অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা পালের (Patralekha) সঙ্গে গত এগারো বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়েটা সেরেছেন তিনি। অন্যদিকে, রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়ের খবর শোনা যাচ্ছে। একইসঙ্গে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের খবরেও সরগরম বি টাউন। টেলিভিশনেরও বেশ কিছু তারকা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। মাত্র কয়েকদিন আগেই তাঁর ব্যাচেলর পার্টির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার বিয়ের খবর শোনা যাচ্ছে বাঙালি কন্যা মৌনী রায়ের (Mouni Roy)।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, প্রেমিক সুরজ নাম্বিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে করতে চলেছেন মৌনী রায়। যদিও মৌনী রায়ের পক্ষ থেকে অফিশিয়ালি এথনও বিয়ের কথা জানানো হয়নি। শোনা যাচ্ছে নতুন বছরের একেবারেই শুরুর দিকে নতুন জীবন শুরু করবেন 'নাগিন' খ্যাত মৌনী রায়।
আরও পড়ুন - ঐশ্বর্য রাই বচ্চন কি ঘরের কোনও কাজ পারেন? অভিষেক বলার আগেই গোপন কথা ফাঁস করলেন বিশাল দাদলানি
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়ের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি ২০২২-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। 'নাগিন' অভিনেত্রী মৌনী ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন বলে সূত্রের খবর। এছাড়াও ঘনিষ্ঠমহলে ইতিমধ্যেই বিয়ের কথা জানিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, 'মহাদেব' অভিনেত্রী মৌনী রায়কে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'লন্ডন কনফিডেন্সিয়াল'-এ। টেলিভিশনে রাজত্ব করার পর বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের বিপরীতে 'গোল্ড' ছবি দিয়ে ডেবিউ করেন অভিনেত্রী। ছবিটি মুক্তি পায় ২০১৮-তে। এরপর তাঁকে রাজকুমার রাওয়ের বিপরীতে 'মেড ইন চায়না'-তে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও তিনি অভিনয় করেছেন 'রোমিও আকবর ওয়ালটার'-এ। অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে দেখা যেতে চলেছে তাঁকে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট।