চেন্নাই: প্রয়াত হলেন দক্ষিণী ছবি নির্মাতা টি রামা রাও (T Rama Rao)। জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে চুরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (T Rama Rao Passes Away)। তামিল তেলুগু ছবির পাশাপাশি বহু বলিউড ছবিও তিনি তৈরি করেছিলেন। এনটিআর, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, ধর্মেন্দ্র, গোবিন্দা, মিঠুন চক্রবর্তী, শ্রীদেবী, জয়া প্রদার মতো অভিনেতার সঙ্গেও কাজ করেছিলেন। বর্ষীয়ান পরিচালক টি রামা রাওয়ের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।


প্রয়াত টি রামা রাও-


বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে চেন্নাইয়ে প্রয়াত হন টি রামা রাও। তাঁর পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে জানান হয়েছে যে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সকালে বার্ধক্যজনিত কারণেই ইতজগতের মায়া ত্যাগ করে পরলোকগনম করেন টি রামা রাও। ইন্ডাস্ট্রতে তিনি তাতিনেনি রামা রাও নামেও পরিচিত ছিলেন। 


টি রামা রাওয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দক্ষিণী ছবির বিশিষ্ট ব্যক্তিদের থেকে বলিউড তারকারাও। এদিন অজয় দেবগন (Ajay Devgn) শোকপ্রকাশ করে লেখেন, 'টি রামা রাওয়ের প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। আটের দশকে একাই রাজত্ব করতেন ছবির জগতে। আমি আর আমার বাবা ওঁর খুব কাছের ছিলাম।' শোকপ্রকাশ করে টি রামা রাওয়ের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা।


আরও পড়ুন - Aamir Khan: ছেলে আজাদের সঙ্গে আমে মজলেন আমির খান, ছবি ভাইরাল


বলিউড অভিনেতা অনুপম খেরেরও (Anupam Kher) মন ভারাক্রান্ত টি রামা রাওয়ের প্রয়াণে (T Rama Rao Passes Away)। এদিন তিনিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'বর্ষীয়ান ছবি নির্মাতা এবং অত্যন্ত প্রিয় বন্ধু টি রামা রাওয়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত।' বলিউডে বহু হিট ছবি উপহার দিয়েছেন প্রয়াত টি রামা রাও। 'অন্ধাকানুন', 'এক হি ভুল', 'বুলন্দি', 'খতরো কে খিলাড়ি'র মতো ছবি তৈরি করেন।