কলকাতা: ৫ ডিসেম্বর থেকে কলকাতায় বসল সিনেমার 'মেলা'। শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata Internationa Film Festival)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে (KIFF Inauguration) বসে চাঁদের হাট। মুখ্য অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউডের 'ভাইজান' সলমন খান (Salman Khan)। তবে অন্যান্য বছরের মতো এবার দেখা মিলল না শাহরুখ-অমিতাভের (Shah Rukh Khan and Amitabh Bachchan)। যদিও মঞ্চে নিজের বক্তব্য রাখার সময়ে তাঁদের কথা মনে করলেন মুখ্যমন্ত্রী। কী বললেন তিনি?


KIFF-এর মঞ্চে অমিতাভ-শাহরুখের নাম উল্লেখ মমতার


ধুমধাম করে শুরু হয়ে গেল প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার উদ্বোধনী মঞ্চে দেখা গেল বসে রয়েছেন অনিল কপূর, মহেশ ভট্ট, সলমন খান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা। মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তখন যেন চাঁদের হাট। 


সকল অভ্যাগতদের বক্তব্য পেশের পর কথা বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। সকলকে আয়োজক, জ্যুরি মেম্বার, উপস্থিত অতিথিদের একে একে ধন্যবাদ জানাতে থাকেন। তখনই স্মৃতির সরণি বেয়ে মনে করেন KIFF-এর উদ্বোধনী মঞ্চে দুই অতি পরিচিত ও নিয়মিত মুখকে, যাঁরা এবার ছিলেন অনুপস্থিত। অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। 


প্রায় প্রত্যেক বছরই কলকাতার চলচ্চিত্র উৎসব উদ্বোধনে হাজির হতেন শাহরুখ খান, বাংলার তৎকালীন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। মঞ্চ আলো করে থাকতেন বলিউডের শাহেনশাহ, বাংলার জামাই, অভিনেত্রী জয়া বচ্চনের স্বামী অমিতাভ বচ্চনও। গতবছরের উদ্বোধনেও তাঁরা ছিলেন মঞ্চে, একইসঙ্গে ছিলেন রানি মুখোপাধ্যায়ও। তবে এই বছরের অতিথিদের তালিকা খানিক আলাদা। আসেননি শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এবার অবশ্য প্রথমবার এলেন সলমন খান। কেন থাকছেন না কিং খান, বিগ বি, সেই নিয়ে জল্পনা বা বিতর্কও কম হয়নি। 


এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, 'এই বছর আমরা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে মিস করছি। ওঁরা আমাকে জানিয়েছেন যে অমিতাভজির শরীর ভাল নেই। অন্যদিকে শাহরুখ ভাই তাঁর মেয়ের ছবির প্রচারে ব্যস্ত। কিন্তু আমরা সবসময়ই টলিউড থেকে বলিউড, সকলকেই ভালবাসি।'


আরও পড়ুন: Salman on Mamata: এত ছোট বাড়িতে থাকেন মমতা? কালীঘাটে গিয়ে সলমন দেখেছিলেন...


এদিন উদ্বোধনী মঞ্চে বলিউডের তারকাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, 'ফিল্ম করো বেঙ্গল মে। বাংলায় এসে সিনেমা করুন। কী নেই এখানে! দার্জিলিং, কালিম্পং, মিরিক থেকে শত্রুঘ্ন জি-র আসানসোল। যেখানে ইচ্ছা এসে সিনেমার শ্যুটিং করুন।' বাংলার ফিল্ম ইন্ড্রাস্ট্রিকে প্রোমোট করার বার্তা দেওয়ার পাশাপাশি কিছুদিন আগে হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সিনেমা জগতকে শিল্প হিসেবে তুলে ধরার কাজ পশ্চিমবঙ্গ সরকার করেছে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।