মুম্বই: রাজেশ খন্না, দিলীপ কুমারের মত অভিনেতারা সত্যিকারের তারকা ছিলেন। প্রকৃত অর্থেই স্টারডম উপভোগ করতেন তাঁরা, যা এখনকার নায়নদের কল্পনার অতীত। বললেন সলমন খান।
বলিউডে এ লিস্টে থাকা তারকাদের নিয়ে প্রশ্ন করলে সলমন বলেন, অভিনয়ের দিক থেকে তাঁর মতে দিলীপ কুমার সেরা। তারপর অমিতাভ বচ্চন, এখনও একইভাবে কাজ করছেন তিনি। কিন্তু তারকা হিসেবে যদি ভাবা যায়, তাহলে রাজেশ খন্নার থেকে বড় কেউ নেই, কুমার গৌরবেরও দুর্দান্ত তারকাসুলভ ছটা ছিল। এঁদের দুনেরই স্টারডম দেখেছেন তিনি, দুজনের ক্ষেত্রেই তা ছিল অবিশ্বাস্য। তাই স্টারডমের কথা উঠলে এখনকার তারকাদের মধ্যে এঁদের ১০ শতাংশও নেই।
সুপারস্টার তকমাকে খুব বেশি গুরুত্ব দেন না বলেও মন্তব্য করেছেন সলমন। তাঁর কথায়, অভিনয় শুধু একটা কাজ, যদি তা সিরিয়াসলি নেন, তবে তা মাথায় চড়ে বসবে। তিনি জীবন বাঁচেন মুহূর্তের হিসেবে, প্রতিটা মুহূর্তে নিজের সেরাটা দেন।
তাঁর মতে, একজন অভিনেতার উচিত, কেরিয়ারের প্রতিটি ধাপে নিজের সেরা পারফরম্যান্স দেওয়া, নিজের স্ট্যাটাস নিয়ে মাথা ঘামানো নয়। যদি মনে হয়, তিনি যা করছেন, তাই যথেষ্ট, তবে তার থেকে খারাপ কিছু হয় না। তাই আপনি যেই হন, আপনার উচিত, কীভাবে এত দূর উঠে এলেন, সে কথা মনে রাখা, প্রত্যেক ছবিকে নিজের প্রথম ছবির মত দেখা। সেই আন্তরিকতাই একজন অভিনেতার সেরা শট এনে দেবে বলে মন্তব্য করেছেন তিনি।
রাজেশ খন্নার স্টারডমের ১০ শতাংশও আমাদের নেই, উপলব্ধি সলমনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2017 03:59 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -