মুম্বই: খবরের সত্যতা সম্পর্কে এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ছাড়াছাড়ি হতে পারে।

অশান্তির কারণ নাকি বচ্চন পরিবার। বিয়ের পর থেকেই ঐশ্বর্যা চেয়েছিলেন, স্বামীকে নিয়ে আলাদা ঘর বাঁধতে। শ্বশুর-শাশুড়ির থেকে পৃথক হয়ে অন্যত্র থাকতে চান তিনি। কিন্তু তা সম্ভব হয়নি এখনও। এ নিয়ে দুজনের মধ্যে নিয়মিত অশান্তি হয়। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার খিটিমিটি রোজকার ঘটনা। তাতেও অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়েছে। আর এখন তিতিবিরক্ত ঐশ্বর্যা নাকি ঠিক করেছেন, জুনিয়র বচ্চনকে ডিভোর্স দেবেন তিনি।

যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তবে অভি-অ্যাশের স্বর্গ যে আর আগের মত নেই, তার আঁচ পাওয়া গিয়েছিল সরবজিতের প্রিমিয়ারে। ফটোশ্যুটের মাঝ থেকে আচমকা বেরিয়ে যান অভিষেক। ঐশ্বর্যার অস্বস্তি ধরা পড়ে সকলের সামনে। যদিও পরে বলিউডের এই সর্বাধিক খ্যাতনামা দম্পতি অস্বীকার করেন সব গুজব।

২০০৭-এ বিয়ে করেছেন ঐশ্বর্যা-অভিষেক। তাঁদের ৫ বছরের একটি মেয়ে রয়েছে।