মুম্বই: তিন তালাকের অপব্যবহারকারীদের বয়কট করার জন্য ল বোর্ড যে ডাক দিয়েছে, তা ভুয়ো। তিন তালাক এমনিতেই অন্যায়, এটা এখনই বন্ধ  হোক। বললেন জাভেদ আখতার। যারা তিন তালাক প্রথার অপব্যবহার করে, তাদের সামাজিকভাবে বয়কট করার জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে পরামর্শ বাতলেছে, তাকে এভাবেই ধিক্কার দিলেন তিনি।

বিশিষ্ট সুরকার ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ জাভেদ বলেছেন, অপব্যবহার শব্দটি ব্যবহার করে ল বোর্ড বিষয়টিকে ছোট করে দেখাতে চাইছে। তিন তালাকের মত ভয়ঙ্কর প্রথার অপব্যবহার সম্ভব নয়। তাহলে তো কাল শুনতে হবে ধর্ষণ, শ্লীলতাহানি বা স্ত্রীকে মারধরেরও অপব্যবহার হয়।




গতকাল ল বোর্ড বলে, তিন তালাকের বিষয়ে একটি কোড অফ কনডাক্ট ইস্যু করতে চলেছে তারা। শরিয়ায় কোন কোন ক্ষেত্রে তিন তালাক দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তা তাতে ব্যাখ্যা করা হবে। যারা এই কোড মানবে না, তাদের সামাজিকভাবে বয়কট করার জন্য তারা ডাক দেয়।

তবে ল বোর্ড আইন এনে তিন তালাক বন্ধের ঘোরতর বিরোধী। তাদের বক্তব্য, কেউ যদি এই প্রথার অপব্যবহার করে, তবে তার মানসিকতায় বদল আনতে হবে, আইনে বদন আনা নিষ্প্রয়োজন।