মুম্বই: একরত্তি কন্যা লিয়ানা-র জন্মের ৪ মাসের মধ্যেই আবার অন্তঃসত্তা হওয়ার হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonerjee)। সোশ্যাল মিডিয়ায় এই খবর দেওয়ার সময় দেবিনা এই ঘটনাকে 'ঐশ্বরিক' বলেই অভিহিত করেছিলেন। 


কারণ? মা-বাবা হওয়ার পথটা সহজ ছিল না গুরমিত আর দেবিনার। একটি সাক্ষাৎকারে দেবিনা জানিয়েছিলেন, ৫ বছর ধরে বহু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। শারীরিক সমস্যার কারণে তাঁর অন্তঃসত্তা হতে সমস্যা হয়েছিল। একাধিকবার গর্ভপাতও হয়েছিল তাঁর। অবশেষে পরিবারে আসে ছোট্ট লিয়ানা। গুরমিত চৌধুরী (Gurmeet Chowdhury) ও দেবিনার রাজকুমারী। 


দ্বিতীয় সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবিনা লিখেছিলেন, 'কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং তা কোনওভাবেই বদলানো যায় না... এটাও তেমনই এক আশীর্বাদ... শীঘ্রই আসছে আমাদের পরিপূর্ণ করতে।'


কিন্তু দেবিনার ফের মা হওয়ার সুখবর ভালোভাবে মেনে নিতে পারেননি নেটদুনিয়ার একাংশ। তার প্রভাব পড়েছে দেবিনার সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই বক্তব্য, দ্বিতীয়বার মা হওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে ফেলেছেন দেবিনা। তাঁর নিজেকে ও ছোট্ট লিয়ানাকে আরও সময় দেওয়া উচিত। এমন অনেক উপদেশ এসেছে তারকা দম্পতির কাছে। সেই সমস্ত প্রশ্নের উত্তরে এবার সপাট জবাব হবু মা দেবিনার। 


আরও পড়ুন: ABP Exclusive: 'কালকক্ষ' বাস্তবকে তুলে ধরবে, মানুষ একাত্ম হতে পারবেন: তন্নিষ্ঠা


সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছিলেন, 'আপনার প্রথম সন্তানের গর্ভধারণ করতে অনেক সমস্যা হয়েছিল। আপনার কি মনে হয় না আপনার দ্বিতীয়বার মা হওয়ার জন্য অন্তত ১টা বছর অপেক্ষা করা উচিত ছিল? এর উত্তরে দেবিনা লেখেন, 'আপনার কি মনে হয় এই অবস্থায় আমার কি করা উচিত? আমাদের কাছে এই ঘটনা সত্যিই ম্যাজিকের মতো। আপনি কি গর্ভপাত করানোর উপদেশ দিচ্ছেন?'


অপর এক নেটিজেন লিয়ানাকে সময় দেওয়ার উপদেশ দিলে দেবিনা উত্তর দেন, যাঁদের যমজ সন্তান হয়, তাঁরা কি করে সময় দেন?


দেবিনার এই জবাবে অবশ্য খুশি অনেকেই। চিকিৎসকের পরামর্শ নিয়ে ও নিজের শরীরের কথা ভেবেই দ্বিতীয় সন্তানের সিদ্ধান্ত নিয়েছেন গুরমিত দেবিনা। এই বিষয়ে তাঁদের সিদ্ধান্তের ওপর মতামত দিতে নারাজ অনেকেই। বরং প্রিয় জুটির দ্বিতীয় সন্তানের খবরে অনেকেই খুশি।