মুম্বই: গতবছর ২২ নভেম্বর নিজের জন্মদিনে 'ধামাকা' (Dhamaka) ছবির ঘোষণা করেছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। চলতি বছর আর মাত্র কয়েকদিন পরই আসতে চলেছে তাঁর জন্মদিন। তার আগেই মুক্তি পেল 'ধামাকা'। যদিও সিনেমাহলে নয়, ছবিটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। দর্শকদের ছবিটি কেমন লেগেছে, সেই প্রতিক্রিয়ার আঁচ কিছুটা পাওয়া গেলেও এখনও পর্যন্ত সঠিকভাবে পাওয়া যায়নি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ধামাকা' মুক্তি পাওয়ার পর থেকে বলিউডের অভ্যন্তরে বেশ প্রশংসা পেতে শুরু করেছেন 'লুকা ছুপি' অভিনেতা। বিভিন্ন সূত্রের খবর, ইতিমধ্যেই বলিউডের তাবড় কিছু তারকাদের কাছ থেকে কার্তিক আরিয়ান প্রশংসা পেয়ে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে নতুন ছবি নিয়ে দারুণ খুশিতে রয়েছেন তিনি।
'লুকা ছুপি' হোক কিংবা 'সোনু কি টিটু কি সুইটি'। অধিকাংশ ক্ষেত্রেই কার্তিক আরিয়ানকে টকোলেট বয় রূপেই দেখতে অভ্যস্ত দর্শকরা। তাছাড়া, নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের জনপ্রিয়তাও চোখে পড়ার মতো। প্রথমবার চেনা পরিধির বাইরে বেরিয়ে টেলিভিশনের অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 'ধামাকা' মুক্তি পাওয়ার আগে ছবির টিজার এবং ট্রেলারের মাধ্যমেই ছবি নির্মাতারা এটা বুঝিয়ে দিয়ে সমর্থ হয়েছিলেন যে, এই ছবি বেশ বড়সড় 'ধামাকা' নিয়েই আসছে। তার ফলও পাওয়া গেল ছবি মুক্তি পেতেই। বলিউডের অন্যান্য তারকারা ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কার্তিক আরিয়ানকে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য।
আরও পড়ুন - কার্তিক আরিয়ানের 'ধামাকা' দেখে কী বলছেন বলিউডের অন্যান্য তারকারা?
'ধামাকা' মুক্তি পাওয়ার দিনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন কার্তিক আরিয়ান। যেখানে তাঁকে ভগবান গণেশের বাহনের কানে কানে কিছু বলতে দেখা যাচ্ছে। ছবি মুক্তির আগে তাহলে গণেশের বাহনের কানে কানে কী বললেন অভিনেতা? যদিও সেই রহস্যও নিজেই খোলসা করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'আজ কানে কানে শুধু ধন্যবাদ বললাম। গণপতি বাপ্পা মোরিয়া। ইন্ডাস্ট্রির অন্যান্যদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তাতে নিজেকে আশির্বাদধন্য মনে হচ্ছে। এখন শুধু দর্শকদের ভালোবাসা পাওয়ার অপেক্ষা করছি। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ধামাকা।'
প্রসঙ্গত, 'ধামাকা' মুক্তির আগে পরিবারের সদস্যদের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এই ছবিটি যে তাঁর কেরিয়ারের অন্যতম ছবি হতে চলেছে, তা তিনি আগেই জানিয়েছিলেন। জানা গিয়েছে, মাত্র ১০ দিনে ছবির শ্যুটিং শেষ করেছে গোটা 'ধামাকা' টিম। ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর এবং অম্রুতা সুভাষ।