নয়ডা: বলিউডে বোধহয় যে একমাত্র নায়িকা পশ্চিমী ফ্যাশনের স্রোতে গা এলাননি, তিনি বিদ্যা বালান। বিদ্যা জানিয়েছেন, এক সময় ৫ টাকা জোড়ার ঝুমকো কিনে পরেছেন তিনি।
শাড়ি ও ট্র্যাডিশনাল জুয়েলারির চিরকালীন সাজপোশাকেই বিদ্যাকে দেখতে অভ্যস্ত আমরা। কাহানির অভিনেত্রী এখন কোটিপতি সিদ্ধার্থ রায় কাপুরের স্ত্রী। সিগনেচার সেনকো গোল্ড অ্যান্ড ডায়ামন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। সেই বিদ্যা তাঁর গয়নাগাঁটি নিয়ে বলতে গিয়ে জানালেন, আধুনিক গয়নার থেকে তাঁর বেশি পছন্দ ঐতিহ্যময় জুয়েলারি। আর শাড়ির সঙ্গে সবথেকে বেশি পছন্দ ঝুমকো। বিদ্যা বলেন, ৫ টাকা জোড়া ঝুমকো থেকে তাঁর ঝুমকোর কালেকশন শুরু হয়। তবে ঈশ্বরের আশীর্বাদে তাঁকে সেখানেই থেমে থাকতে হয়নি। বেশি সাজতে ইচ্ছে না করলে ছোটবেলায় মা বাবার বানিয়ে দেওয়া ছোট্ট ছোট্ট ঝুমকোও তিনি পরেন বলে বিদ্যা জানিয়েছেন।
সে কী!! ৫ টাকা দামের ঝুমকো পরতেন বিদ্যা বালান!!!
ABP Ananda, web desk
Updated at:
28 Jul 2016 05:18 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -