মুম্বই: নোট বাতিল নিয়ে যখন সারা দেশে হাহাকার, হতাশা, রাজধানী দিল্লি সহ সারা দেশের রাজনৈতিক মহল উত্তপ্ত তখন জানেন এর কী প্রভাব পড়ল বলিউডের বচ্চন পরিবারে?

সম্প্রতি ওয়াটসঅ্যাপে একটি মেসেজ দেখা গেছে, যেখানে বলা হচ্ছে নোট বাতিল বলিউডের 'ফার্স্ট ফ্যামিলি' বচ্চন পরিবারকেও প্রভাবিত করেছে। কারণ এখন বিগ বি-র জায়া জয়া বচ্চন এবং অভিষেক পত্নী ঐশ্বর্য রাই বচ্চন একই শাড়ি পড়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন।



জয়া-অ্যাশের একই শাড়ি পরা একটি ছবি দিয়ে, নীচে লেখা নোট বাতিলের প্রভাব বলে একটি মেসেজ ভাইরাল হয়ে গেছে ওয়াটসঅ্যাপে। বলিউডের বচ্চন পরিবারের সদস্যরাও যে আর পাঁচটা সাধারণ মানুষেরই মতো সেটাই আসলে বোঝানোর চেষ্টা হয়েছে এই বার্তার মাধ্যমে। প্রসঙ্গত, হঠাৎ করে নোট বাতিল হওয়ায় মারাত্মক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আর বচ্চন বাড়ির দুই বউয়ের একই শাড়ি পরা ছবি সেই যন্ত্রণার প্রতীকী মাত্র।

তবে অ্যাশ বাস্তবে এই শাড়িটি পরেছিলেন ২০১১ সালে। তার আগে ২০১০ সালে একটি অনুষ্ঠানে শাড়িটি পরেন অ্যাশের শাশুড়ি জয়া। পরে তিনি ২০১৪ সালের একটি অনুষ্ঠানেও একই শাড়ি পরেন।আসলে নোট বাতিল নিয়ে মানুষের হয়রানি মাঝে, একটু হাসির খোরাক দিতেই হয়তো এই ওয়াটসঅ্যাপ জোকের আমদানি।