দেখুন: সানিকে কিছুতেই ছাড়তে চাইছিল না ছোট্ট মেয়েটি
ABP Ananda, web desk | 28 Aug 2016 02:49 AM (IST)
মুম্বই: ছোট্ট একটা মেয়ে সানি লিওনের কোলে উঠে তাঁকে জড়িয়ে ধরেছিল। কিন্তু সে সানিকে কিছুতেই ছাড়তে চাইছিল না। মেয়েটিকে কোলে জড়িয়ে তখন সানির মুখ ভরে গেছে হাসিতে। এমনই একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। গত ২০ আগস্ট ইন্স্টাগ্রামে প্রথম ভিডিওটি শেয়ার করেন সানি। ক্যাপশনে লেখেন, ও আমাকে ছাড়তে চাইছিল না..খুব মিষ্টি। ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েটির বাবা-মা তাকে সানির কোল থেকে নামানোর চেষ্টা করছেন। কিন্তু সে কিছুতেই সানিকে ছাড়ছে না। তখন সানি বললেন, বাবা-মাকে বাই বলে দাও। এরপর সানি কিছুটা হেঁটে গেলেন। সানির কথা শুনে মেয়েটি তখন হেসে ফেলে। শেষপর্যন্ত সানির কোল থেকে নেমে আসতে মেয়েটিকে রাজি করাতে সক্ষম হন তার বাবা-মা।