মুম্বই: সুপারস্টার সলমন খানের চেহারায় মুগ্ধ অনেকেই। কিন্তু তিনি কার চেহারায় মুগ্ধ হলেন! অভিনেতা অনুপম খের-এর জিম করা স্বাস্থ্যের প্রশংসায় পঞ্চমুখ ভাইজান। ৬১ বছর বয়সেও তাঁর এই ফিট চেহারা অভিভূত করেছে দাবাং খানকে। অনুপমের জিম-এ শারীরিক অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সলমন। সলমনকে ধন্যবাদও জানিয়েছেন অনুপম।