মাদক মামলা নিয়ে এমনিই তোলপাড় শুরু হয়েছে বলিউড জুড়ে। সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পর বি টাউনের একের পর এক তারকার নাম প্রকাশ্যে আসছে। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরের পর এবার কাকে সমন পাঠাবে এনসিবি, তা নিয়ে জোর জল্পনা চলছে। তার মধ্যেই অভিষেককে কটাক্ষ করলেন ওই মহিলা।
এই প্রথম নয়,অভিষেককে হামেশাই নেটিজেনদের কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়তে হয়। এর আগে কখনও অমিতাভের নাম করে আক্রমণ করা হয়েছে, আবার কখনও ঐশ্বর্যর রোজগার নিয়েও কটাক্ষ করা হয় তাঁকে। সম্প্রতি আনলক ৫ -এ সিনেমা হল খোলা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেও এক নেটিজেনের কটাক্ষের মুখে পড়েন তিনি ।এদিকে বলিউডের একাংশের সঙ্গে মাদক চক্রের সংযোগ রয়েছে বলে দাবি করে বি টাউনকে বদনামের চেষ্টা করা হচ্ছে বলে সংসদে দাঁড়িয়ে জোর গলায় প্রতিবাদ করেছেনন জয়া বচ্চন। বি টাউনের একজন সদস্য হয়ে বিজেপি সাংসদ রবি কিষাণ কীভাবে বলিউডকে জঞ্জালের সঙ্গে তুলনা করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টির সাংসদ। বি টাউন নিয়ের ওই প্রতিবাদের পর জোর শোরগোল শুরু হয়ে যায়।এই হেন বাতাবরণেই বিদ্রুপের শিকার হলেন অভিষেক। জোরদার জবাবও দিলেন অবশ্য।