কলকাতা: প্রথমে বিয়ের গুঞ্জন ও এরপরে বাগদানের খবরে সিলমোহর দিয়েছিলেন তাঁরা নিজেই।  অভিনেত্রী অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্ট রিঙের সঙ্গে নিজেরাই ছবি শেয়ার করেছিলেন তাঁরা। তবে সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছিলেন, বিয়ে নয়, বাগদান সারা হয়েছে তাঁদের। এই খবরেই খুশি অনুরাগীরা। তবে জনপ্রিয় এই বলিউড জুটির কবে বিয়ের অনুষ্ঠান হবে? কোথায় ও কীভাবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের? সম্প্রতি বিয়ে ও অদিতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ। 


২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। তারপরেই বন্ধুত্ব ও প্রেম। ২০২৪ সালের মার্চ মাসে বাগদান সারেন এই জুটি। আর এই প্রথম বিয়ের পরে মুখ খুললেন সিদ্ধার্থ। তাঁর কথায়, 'অনেকেই বলেছেন, আমরা লুকিয়ে বিয়ে করেছি। আসলে যাঁদের নিমন্ত্রণ করা হয়নি, তাঁরাই বলছেন আমরা লুকিয়ে বিয়ে করেছি। আসলে কিছু মানুষ কিছু বিষয়, কিছু অনুষ্ঠান তো ব্যক্তিগত রাখতেই পছন্দ করে। ঘনিষ্ঠ বৃত্তে সারতে পছন্দ করে। তার মানে এটাই নয় যে বাগদানের কথা আমরা লুকিয়ে গিয়েছি।'


এখানেই শেষ নয়, সিদ্ধার্থ আরও বলেন, 'অনেকেই প্রশ্ন করেছেন, অদিতি কতদিন সময় নিয়েছিল বিয়ের জন্য রাজি হতে? সত্যি বলতে আমিও টেনশনে ছিলাম যে ও কি উত্তর দেবে। তবে হ্যাঁ.. বাগদান হয়ে গিয়েছে বটে, কিন্তু এই মুহূর্তে বিয়ের দিন ঠিক হয়নি। এটা গোটা জীবনের ব্যাপার, তাই আমাদের পরিবারের বড়দের ওপরেই ছেড়ে দিয়েছি বিষয়টা। সমস্ত কিছুরই একটা সঠিক সময় রয়েছে। সবার মতামত নিয়েই আমরা বিয়ের দিন ঠিক করব।'


প্রসঙ্গত, অদিতি ও সিদ্ধার্থ, দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে, মাত্র ২১ বছর বয়সে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের সঙ্গে বিয়ে হয়েছিল অদিতির। সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৩ সালে বিচ্ছেদ হয় অদিতির। অন্যদিকে ২০০৭ বিচ্ছেদ হয়ে গিয়েছিল সিদ্ধার্থেরও। পরবর্তীতে কাজের সূত্রেই সম্পর্ক হয় তাঁদের। 


 






আরও পড়ুন: Top Entertainment News Today: কলকাতায় কাজল, সুশান্তের বাড়িতে থাকবেন আদাহ্? আজকের বিনোদনের সারাদিন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।