মুম্বই: পরিচালর মনিরত্নমের তামিল ছবি 'ইরুভার' দিয়ে অভিনয় জীবনে আত্মপ্রকাশ হয় ঐশ্বর্য রাইয়ের। হিন্দি ছবির জগতে তাঁর প্রথম ছবি মুক্তি পায় ববি দেওয়েল বিপরীতে। ছবির নাম 'অউর পেয়ার হো গয়া'। 'চোখের বালি', 'গুরু', 'যোধা আকবর'-র মতো একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসায় পেয়েছেন ঐশ্বর্য। এছাড়াও পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ''হম দিল দে চুকে সনম'', 'দেবদাস' ছবিতে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়। 


বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে কাজ করার সময়ও কেরিয়ারে অনেক ওঠাপড়া গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের। 'হম দিল দে চুকে সনম' ছবির শ্যুটিং করার সময় থেকে বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। শোনা যায়, ২০০২ সাল নাগাদ ব্যক্তিগত নানা সমস্যার কারণে এই সম্পর্ক শেষ করে দিতে চেয়েছিলেন ঐশ্বর্য। সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই তিক্ততায় পৌঁছয় যে, শাহরুখ খানের সঙ্গে যখন 'চলতে চলতে' ছবির শ্যুটিং করছেন অ্যাশ, তখন শ্যুটিংয়ের সেটে নানারকম অস্বস্তিকর আচরন শুরু করেন সলমন খান। সেই সময়ে ছবির সেটে হাজিরও ছিলেন পরিচালক আজিজ মির্জা। এমন পরিস্থিতিতে তিনি শ্যুটিং বন্ধ করে দেন।


আরও পড়ুন - Aishwarya Rai: দীপিকা পাড়ুকোনের কোন কোন হিট ছবির প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য রাই?


যদিও পরবর্তীকালে নিজের ব্যবহারের জন্য শাহরুখ খানের কাছে ক্ষমা চেয়ে নেন সলমন খান। এবং তাঁদের মধ্যে সমস্যাও মিটে যায়। এমন পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে নেন ঐশ্বর্য রাই বচ্চনও। এই ছবির মুখ্য চরিত্র থেকে সরেও যান 'গুজারিশ' অভিনেত্রী। পরবর্তীকালে অনেক চিন্তা ভাবনার পর ঐশ্বর্য রাই বচ্চনের জায়গায় রানি মুখোপাধ্যায়কে নায়িকার চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয় এবং তিনি রাজিও হন। 


প্রসঙ্গত, প্রায় দু দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। একাধিক ছবিতে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। 'হম দিল দে চুকে সনম', 'দেবদাস'-র মতো ছবিতে অভিনয় করে তিনি একাধিক পুরস্কার ঝুলিতে ভরেছেন। পাশাপাশি ছেড়েওছেন বহু হিট ছবির প্রস্তাব। বহু পরিচালকদের কাছেই নায়িকার চরিত্রে প্রথম পছন্দ ঐশ্বর্য রাই। কিন্তু নানা কারণে বেশ কিছু ছবির প্রস্তাবে রাজি হতে পারেননি অ্যাশ।