মুম্বই: আজ জন্মদিন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমজাদ খানের (Amjad Khan)। সুপারহিট হিন্দি ছবি 'শোলে'র (Sholay) 'গব্বর সিং' (Gabbar Singh) চরিত্রের জন্য তিনি সমস্ত দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ছবিতে অসাধারণ অভিনয় করে হিন্দি ছবির অন্যতম সেরা খলনায়ক আজও তিনিই। আমজাদ খানের জন্মদিনে (Amjad Khan Birthday) প্রকাশ্যে এসেছে তাঁর পুত্র সাদাব খানের একটি সাক্ষাৎকার। যেখানে তিনি অভিনেতার জীবনের অন্য একটি দিক তুলে ধরেছেন।


আর্থিক সমস্যায় ছিলেন আমজাদ খান-


আমজাদ খানের জন্মদিনে সামনে এসেছে তাঁর পুত্র সাদাব খানের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি জানাচ্ছেন, এতটাই আর্থিক সমস্যায় ছিলেন আমজাদ যে, পুত্র সাদাবের জন্মের পর হাসপাতালের বিল মেটানোর মতোই টাকা ছিল না তাঁর কাছে। সাদাব খান বলছেন, 'ওঁর (আমজাদ খান) কাছে হাসপাতালের বিল মেটানোর মতোও টাকা ছিল না। যে আমার জন্মের পর আমার মাকে হাসপাতাল থেকে ছাড়াতে পারেন। মা কাঁদতে শুরু করেন। বাবা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছিলেন না।'


আরও পড়ুন - Aryan Khan Birthday: সুহানা থেকে অনন্যা, শাহরুখ-পুত্র আরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছায় ভরাচ্ছেন নেটিজেন থেকে তারকারা


'শোলে' ছবিতে অভিনয়ের আগে বেশ কিছু ছবিতে অভিনয় করেন আমজাদ খান। কিন্তু সেই ছবিগুলিতে সেভাবে নজর কাড়তে পারেননি। আমজাদ খান জনপ্রিয়তা পান 'শোলে' ছবি থেকেই। আর সেই ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন হয়ে গিয়েছে। 'শোলে'র আগে পরিচালক চেতন আনন্দের 'হিন্দুস্তান কি কসম' ছবিতে অভিনয় করেন তিনি। আমজাদ খানের আর্থিক পরিস্থিতির কথা যখন জানতে পারেন পরিচালক চেতন আনন্দ, তিনি পাশে দাঁড়ান। আর হাসপাতালের বিল ৪০০ টাকা দিয়ে সাহায্য করেন। সাদাব খান সাক্ষাৎকারে বলছেন, 'চেতন সাব বাবাকে চারশো টাকা দেন। যাতে মাকে বাবা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসতে পারেন।' এরইসঙ্গে তিনি জানাচ্ছেন যে, 'শোলে' ছবিটিই আমজাদ খানের জীবন বদলে দেয়। ছবিতে 'গব্বর সিং' চরিত্রটি তার আগে বলিউডের অন্যান্য অনেক তারকাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ড্যানি ডেনজংপার কাছেও প্রস্তাব গিয়েছিল। কিন্তু তিনি সময় দিতে না পারায়, প্রস্তাব যায় আমজাদ খানের কাছে। শুধু তাই নয়। ঠাকুরের চরিত্রে অভিনয় করা সঞ্জীব কুমার, জয়ের চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। এই দুই তারকারই ইচ্ছে ছিল গব্বর চরিত্রে অভিনয় করা। ড্যানির সঙ্গে তারিখ নিয়ে সমস্যা হওয়ায় সেলিম খান আমজাদ খানের নাম প্রস্তাব দেন।