নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) এখন একটি ছবি বেশ ভাইরাল। বলিউডের 'চাঁদনি' (Chandni) প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর (Late Actress Sridevi) সঙ্গে অবশ্য সেই ছবির সম্পর্ক রয়েছে গভীর। এক সময় এই ছবিই হুলস্থুল ফেলে দিয়েছিল। ৩ দশক পর আবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনার উদ্রেক করেছে। কী সেই ছবি? এর নেপথ্যের কাহিনি কী? প্রসঙ্গত, এই ছবি আবার শেয়ার করেছেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। 


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি, কী তার নেপথ্য কাহিনি?


সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অভিনেতা অনুপম খের। স্মৃতির সরণি বেয়ে ১৯৯১ সালের একটি ম্যাগাজিন কভারের ছবি পোস্ট করেন তিনি। আসলে, এটি একটি ম্যাগাজিনের বিশেষভাবে তৈরি করা এপ্রিল মাসের 'এপ্রিল ফুলস ডে' এডিশন ছিল। এই কভারের ছবিতে শ্রীদেবীর কাল্পনিক বোনের চরিত্রে অভিনেতা অনুপম খেরকে ট্রান্সফর্ম করা হয়েছিল। সেই সময়ে এই ছবি অনেককে 'বোকা' বানিয়েছিল। এদিন অনুপম খেরের ছবিতে ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও কমেন্ট করেন। অন্যদিকে, এই ৩০ বছর পরও অভিনেতার এই ছবি দেখে অনেক অনুরাগীই প্রয়াত অভিনেত্রীর পরিবারের লোক বলে ভুল করেন। 


সোশ্যাল মিডিয়ায় অভিনেতা এই কভার ফটোগ্রাফ শেয়ার করেন গত বছরও। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'এটি আমি সিনে ব্লিটজ ম্যাগাজিনের কভারে। ১৯৯১ সালের ১ এপ্রিলের এটি একটি এপ্রিল ফুল ইস্যু ছিল। এই ছবিটি ও তার সঙ্গের গল্প সেই সময়ে আলোড়ন তৈরি করেছিল।' সেই সঙ্গে তিনি মেকআপ আর্টিস্ট ও চিত্রগ্রাহকের নামও উল্লেখ করেছিলেন। মিকি কন্ট্রাক্টর তাঁর মেকআপ করে পুরুষ থেকে নারীর রূপ দিয়েছিলেন। অন্যদিকে প্রয়াত চিত্রগ্রাহক গৌতম রাজধ্যক্ষ এই ফটোশ্যুটটি করেছিলেন। যদিও এই বছর সমস্ত সাসপেন্স বজায় রেখে মজা করে তিনি ক্যাপশন বদলে শুধু লেখেন, 'আন্দাজ করুন কে?' আর নেপথ্যে বাজতে শোনা গেল মহম্মদ রফির জনপ্রিয় গান 'এপ্রিল ফুল বনায়া'।


 






আরও পড়ুন: SOTY 3: '...আমার মতো নয়', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' নিয়ে বড় ঘোষণা প্রযোজক কর্ণ জোহরের


রাজ বব্বরের মেয়ে জুহি বব্বর লেখেন, 'হ্যাঁ হ্যাঁ! আমার মনে আছে এবং এটা বলা হয়েছিল যে আপনি শ্রীদেবী জির বোন... বোধ হয় প্রভা দেবী।' রুবিনা দিলায়েক লেখেন, 'উফ... চেনাই যাচ্ছে না। অবিশ্বাস্য...।' অনুপম খেরের 'দ্য কাশ্মীর ফাইলস' সহ-অভিনেতা দর্শন কুমার হাততালির ইমোজি পোস্ট করেন। একাধিক অনুরাগীও হাসি থামাতে পারেননি কমেন্ট বক্সে। একজন লেখেন, 'আমি চিরকাল ভেবেছি এটি শ্রীদেবীর ছবি'। 


বর্ষীয়ান অভিনেতা ভারতে ও আন্তর্জাতিক স্তরে প্রায় ৫০০টিরও বেশি প্রজেক্টে কাজ করেছেন। এই বছর মুক্তির অপেক্ষায় তাঁর একাধিক নতুন কাজ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।