নয়াদিল্লি: প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) নিশ্চিত করেছেন যে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student Of The Year) এবার টিভি সিরিজের রূপান্তরিত হবে। পরিচালনার দায়িত্বে থাকবেন 'নকটার্নাল বার্গার' পরিচালক রিমা মায়া (Reema Maya)। রবিবার চণ্ডীগড়ের 'সিনেভেসচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' (CIFF)-এ এই খবর প্রকাশ্যে আনেন পরিচালক প্রযোজক। 


আসছে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩', পরিচালক রিমা মায়া


রবিবার কর্ণ জোহর বলেন, ''স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর ডিজিট্যাল সংস্করণের পরিচালনা করবেন রিমা মায়া। গোটাটাই হবে তাঁর মতো করে, এবং অবশ্যই আমার মতো নয়।' সংবাদ সংস্থার পিটিআই সূত্রে খবর, তিনি আরও বলেন, 'যদি আমি রিমা মায়ার জগতে প্রবেশ করি তাহলে আমি সেখানে পুরোটাই বিভ্রম তৈরি করে ফেলব... আমি চাই এতে ওঁর কণ্ঠস্বর অনুরণিত হোক। ও এটাকে নিজের সিরিজ হিসেবে তৈরি করেছে।'


সূত্রের খবর, এই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' সিরিজের অন্যতম ছাত্রী হিসেবে দেখতে পাওয়া যাবে সঞ্জয় কপূরের মেয়ে শানায়া কপূরকে। 


'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সম্পর্কে আরও তথ্য


২০১২ সালের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির প্রযোজনা করেছিল কর্ণ জোহরের সংস্থা 'ধর্মা প্রোডাকশন'। এই ছবির হাত ধরেই সিনে দুনিয়ায় পা রাখেন আলিয়া ভট্ট, বরুণ ধবন ও সিদ্ধার্থ মলহোত্র, বলিউডের এই সময়ের প্রথম সারির তিন তারকা। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' ছিল এই ছবির স্পিনঅফ সিক্যুয়েল যা এর প্রায় ৭ বছর পর মুক্তি পায়। পুণিত মলহোত্র পরিচালিত এই সিক্যুয়েলে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া। এবার দর্শক অপেক্ষায় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় প্রোডাকশনের তবে তা মুক্তি পাবে সিরিজ আকারে, ওটিটি প্ল্যাটফর্মে। 


আরও পড়ুন: 'Mongolmoyee Maa Sheetala': 'মঙ্গলময়ী মা শীতলা'য় নতুন চরিত্রের আগমন, দুরুক্তি রূপে দেখা যাবে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে


রিমা মায়া কে?


ইন্ডিপেন্ডেন্ট চিত্র পরিচালক রিমা তাঁর লেখা ও পরিচালনার জন্য বিখ্যাত। ২০২৩ সালের 'সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল' ছিল তাঁর সাম্প্রতিক ফিচার ছবি 'নকটার্নাল বার্গার'-এর ওয়ার্ল্ড ডেবিউ করার মঞ্চ। 'রেড বুল', 'বোট', 'নেটফ্লিক্স'-এর মতো সংস্থা তাদের বিজ্ঞাপনী ছবি তৈরির জন্য ভরসা করেন রিমার ওপরই। 


'CIFF' কী?


২৭ মার্চ থেকে শুরু হওয়া 'সিনেভেসচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' গোটা বিশ্ব থেকে প্রায় ৬৭-রও বেশি ছবি প্রদর্শিত করেছে। যার মধ্যে ভারতীয় ফিচার, ক্লাসিক ও শর্ট ফিল্মও আছে। চণ্ডীগড়ের এই ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়েই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' সম্পর্কে কথা বলেন কর্ণ জোহর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।