আইফায় অংশ নিতে গোটা বলিউড যখন নিউইয়র্কমুখী, তখন কেন মুম্বইয়ে প্রিয়ঙ্কা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2017 01:36 PM (IST)
মুম্বই: নিউইয়র্কে মঞ্চস্থ হতে চলেছে ১৮ তম ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা আইফা।অনুষ্ঠানে অংশ নিতে গোটা বলিউড এখন নিউইয়র্কমুখী। কিন্তু আচমকাই হাওয়ার বিপরীতে গিয়ে মুম্বইয়ে হাজির হলেন প্রিয়ঙ্কা চোপড়া। কারণ তাঁর জন্মদিন। আগামী ১৮ জুলাই ৩৫ তম জন্মদিন প্রিয়ঙ্কার। এই বিশেষ দিনটিতে নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে কাটানোর জন্যেই স্বপ্ননগরীতে হাজির প্রিয়ঙ্কা। তবে গতবছর বলিউডের সমস্ত তারকাদের নিয়ে বিরাট পার্টির আয়োজন করেছিলেন পিগি চোপস। এবার একটু একান্তেই কাটাতে চেয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। এইমুহূর্তে হলিউডে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং শুরু করেছেন দীপিকা। ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে সময় কাটাতে মুম্বই এসেছেন তিনি।