মুম্বই: বলিউডের পারফেক্ট দম্পতি শাহিদ কপূর-মীরা রাজপুত। রুপোলি দুনিয়া থেকে না এসেও, শাহিদ-মীরার রসায়ন চোখে পড়ার মতো। এমনকি শাহিদ সাম্প্রতিক কালে তাঁর ছবি নির্বাচনের কৃতিত্বও মীরাকে দিয়েছেন। পদ্মাবত থেকে শুরু করে বাট্টি গুল মিটার চালু, সবকটি ছবিই মীরার সঙ্গে আলোচনা করেই করেছেন শাহিদ। কিন্তু মীরাই নিজে মুখে জানিয়েছেন, কোনও একসময় তিনি নিজেই শাহিদকে বাড়ি থেকে বের করে দিয়ে ছিলেন।
কারণও, কোনও নায়িকার সঙ্গে সম্পর্ক নয়, একটি ছবির শ্যুটিং শিডিউল। প্রসঙ্গত, পদ্মাবত-এর শ্যুটিং চলাকালে শাহিদের বাড়ি আসা, ঢোকা, ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়া কোনও কিছুরই সময়ের ঠিক ছিল না। তাই তখন মীরাই চেয়েছিলেন শাহিদ কোনও হোটেলে গিয়ে উঠুক।
পদ্মাবত-এর শ্যুট চলাকালে অনেক সময়ই শাহিদ বাড়ি ফিরতেন সকাল আটটা, আবার দুপুর দুটোর সময় উঠে চলে যেতেন শ্যুটে। তাই ওই সময় বাড়ি ফিরলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কারণ, মেয়ে মিশাও তখন জেগে দুষ্টুমি করে। তাই নিঃশব্দে ঘুমনোর জন্যে ওই সময়টা শাহিদকে হোটেলে গিয়ে থাকতে বলেন মীরা। বাধ্য স্বামীর মতো সেকথা শোনেনও শাহিদ।
তাই শাহিদ তাঁর জুগুর সংসার ছেড়ে সেইসময় গোরেগাঁওয়ে এক পাঁচতারা হোটেলে গিয়ে থাকা শুরু করেন। সত্যিই স্বামী এমন বাধ্য হলে স্ত্রীদের কোনও চিন্তাই থাকে না.....
বলিউডের পারফেক্ট দম্পতি মীরা রাজপুতও একসময় শাহিদকে বের করে দিয়েছিলেন বাড়ি থেকে, কেন জানেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Mar 2018 01:35 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -